দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল কাজী আসাদের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।
এতে উপস্থিত ছিলেন সিরিজের নির্মাতা কাজী আসাদ, অভিনেতা মোশাররফ করিম, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনিসহ আরও অনেকে। আধুনিক বাংলা হোটেলের মাধ্যমে আবারও চরকিতে হাজির হচ্ছেন মোশাররফ করিম। উল্লেখ্য, এর আগে চরকি অরিজিনাল ফিল্ম দাগের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও এই প্রথম তাকে দেখা যাবে চরকির কোনো অরিজিনাল সিরিজে।
সিরিজে যুক্ত হওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘চরকির কনটেন্ট বরাবরই দারুণ এবং চমকপ্রদ হয়, তাই আমারও ইচ্ছা ছিল তেমনই ইন্টারেস্টিং একটা গল্পের মাধ্যমে প্রথমবারের মতো চরকি সিরিজে অভিনয় করার আর তরুণ প্রতিভাবান কাজী আসাদের কারণে সেই সুযোগটাও এসে গেল। চমৎকার এই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী।’ শিগগিরই চরকিতে সিরিজটি রিলিজের লক্ষ্য সামনে রেখে এর মধ্যেই শুরু হয়েছে শুটিংয়ের প্রস্তুতি।