তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৩:৪৩ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১২:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ

স্বাধীনতা দিবসের জন্য প্রস্তুত বলিউড

স্বাধীনতা দিবসের জন্য প্রস্তুত বলিউড

বিশ্বের দ্বিতীয় বড় সিনেমা ইন্ডাস্ট্রি বলিউড। প্রতি মাসেই এ ইন্ডাস্ট্রি থেকে মুক্তি পায় নতুন সিনেমা। এ মাসেও মুক্তির তালিকায় রয়েছে একাধিক সিনেমা। এর মধ্যে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে তিনটি সিনেমা। খবর বলিউড হাঙ্গামা।

এই দিনটিতে ভারতের সব ধরনের অফিস বন্ধ রাখা হয়। থাকে সরকারি ছুটিও। তাই সাধারণ জনগণের ছুটির দিনটিতে একাধিক সিনেমা মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা ও প্রযোজকরা। এদিকে আগস্টে বেশ কিছু তারকাবহুল সিনেমা মুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। যার মধ্যে শুধু ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে জন আব্রাহাম, শ্রদ্ধা কাপুর ও অক্ষয় কুমারের সিনেমা। তাই এক দিনই তিন তারকার সিনেমা মুক্তি নিয়ে শুরু হয়ে গেছে উত্তেজনা।

বেদা

মুক্তির তালিকায় থাকা ‘বেদা’ সিনেমাটি রয়েছে সবচেয়ে বেশি আলোচনায়। অ্যাকশন থ্রিলার ও ড্রামা ধাঁচের এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহাম ও শর্বরী ওয়াঘকে। সিনেমার ট্রেলার আজ মুক্তি পেতে যাচ্ছে। এর আগে এর ফার্স্টলুক নজর কাড়ে সবার। সিনেমাটি এর আগে একাধিক মুক্তির তারিখ প্রকাশ করে। তবে পরে স্বাধীনতা দিবসের দিন এটি মুক্তির তারিখ ধার্য করা হয়। সিনেমায় শর্বরীর চরিত্রের মেন্টর হিসেবে দেখা যাবে জনকে। জন-শর্বরী ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিষেক ব্যানার্জি। সিনেমাটি পরিচালনা করেছেন নিখিল আডবাণী।

স্ত্রী ২

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত হরর কমেডি চলচ্চিত্র ‘স্ত্রী’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর জুটির সিনেমাটি বক্স অফিসে ছিল ব্লকবাস্টার। কমেডির মোড়কে পর্দায় ভয়ের আবহ তৈরি করেছিল ‘স্ত্রী’। এবার এর দ্বিতীয় কিস্তি আসছে নতুন করে ভয়ের বার্তা নিয়ে। সিনেমাটি ১৫ আগস্ট ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে।

ছয় বছর পর আসছে ‘স্ত্রী ২’। দিন কয়েক আগেই শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী ২’ মুক্তির তারিখ ঘোষণা করেছেন। ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ‘এই স্বাধীনতা দিবসে আসছে স্ত্রী।’

‘স্ত্রী ২’-এর টিজারে দেখা গেছে, ঘোমটা দিয়ে মুখ ঢাকা স্ত্রীর মূর্তির ওপর জল ঢালছে সবাই। মূর্তির পাদদেশে লেখা ‘ও স্ত্রী রক্ষা কর’। ‘স্ত্রী ২’ পরিচালনা করেছেন অমর কৌশিক। এর আগে তার পরিচালনায়ই ‘স্ত্রী’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এবারও কৌশিকের পরিচালনায় ‘স্ত্রী ২’তেও পুরোনো ছন্দেই দেখা মিলল শ্রদ্ধার। ভিকির চরিত্রে রয়েছেন রাজকুমার রাও। বিট্টু আর জনার চরিত্রে অপার শক্তি খুরানা ও অভিষেক ব্যানার্জি। রুদ্র হিসেবে ফের হাজির পঙ্কজ ত্রিপাঠি। তবে ‘স্ত্রী ২’তে রয়েছে একটা বড় চমক, বরুণ ধাওয়ান। ‘ভেড়িয়া’ সিনেমায় তার সেই চরিত্র নিয়েই ক্যামিও হিসেবে হাজির থাকছেন বরুণ। সঙ্গে এবার নতুন করে যুক্ত হয়েছেন তামান্না ভাটিয়া।

খেল খেল মে

বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তার। একের পর এক ফ্লপ সিনেমা উপহার দিয়ে হচ্ছেন সমালোচিত। সবশেষ ১০ সিনেমার মধ্যে এ নায়কের দুটি সিনেমা ১০০ কোটির ওপর আয় করে। তার মধ্যে ‘ওএমজি টু’ ১৫০ কোটি রুপি এবং ‘সূর্যবংশী ১৯৫ কোটি রুপি আয় করে। তবে টানা ব্যর্থতার পরও অক্ষয়ের হাতে রয়েছে একাধিক সিনেমা। সবশেষ জুলাইয়ের ১২ তারিখ মুক্তি পায় তার ‘সারফিরা’ সিনেমা। যেটি মুক্তির পর হলে দর্শক আনতে খাবারও ফ্রি দেওয়া হয় হল মালিকদের পক্ষ থেকে। তারপরও হলে দর্শক ফেরাতে ব্যর্থ হয় তারা। এবার আসছে তার ‘খেল খেল মে’ সিনেমা। ১৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। কমেডি ধাঁচের এ সিনেমা নির্মাণ করেছেন মুদাসসর আজিজ। এতে অক্ষয় ছাড়া আরও অভিনয় করেছেন ফারদিন খান, তাপসী পান্নু ও বাণী কাপুরের মতো তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইলস্টোনে নিহত পরিবারের পাশে থাকবেন তারেক রহমান : আমিনুল হক 

গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করতে চাই : ব্যারিস্টার অসীম

ইলিশ রক্ষা অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য

ওয়ানডে র‌্যাংকিংয়ে সোবহানা-ফাহিমার উন্নতি

মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে জামায়াত

 অনুপমের বন্ধুত্বের উষ্ণ স্বীকৃতি পেলেন জিৎ

ভাবিকে হত্যার ১০ বছর পর চাচার হাতে এবার ভাতিজি খুন

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

হঠাৎ হাসপাতালে ভর্তি হানিয়া আমির

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও ৫ দেশ

১০

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

১১

রান্নায় মরিচ বেশি হলে যা করবেন

১২

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

১৩

নেইমারকে পেছনে ফেলে মেসির বিশ্বরেকর্ড

১৪

জবাব দিলেন সোনাক্ষী

১৫

অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ করে টাকা দেবে বিএনপি

১৬

চাকসুর ভোটগ্রহণ শুরু, ১০ মিনিটে দিতে হবে ৪০ ভোট

১৭

ইস্টার্ন ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ

১৮

অর্ধশতাধিক রাজনীতিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

১৯

ঘুম থেকে উঠে আগে পানি খাবেন, না ব্রাশ করবেন—জানালেন চিকিৎসক

২০
X