মার্কিন গায়িকা, অভিনেত্রী ও মডেল সেলেনা গোমেজ। গানের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। এবার চেহারা বদলে ফেলে আলোচনার জন্ম দিলেন তিনি। হলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যম জানিয়েছে, এই গায়িকা তার চেহারায় নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। সম্প্রতি এরকম গুঞ্জন চলছে হলিউডে। এমন খবরের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকারও হতে হয়। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সেলেনা। তিনি জানিয়েছেন, লুপাস নামের বিরল রোগে আক্রান্ত গায়িকা। সার্জারি নয়, ওই রোগের প্রভাবে পাল্টে গেছে তার চেহারা!
২০২৩ সালে একটি ভিডিও তৈরি করেছিলেন কনটেন্ট ক্রিয়েটর মারিসা। ওই ভিডিও থেকেই প্রথম নজরে আসে সেলেনার চেহারা পাল্টে যাওয়ার বিষয়টি, যা দেখে অনেকে বলাবলি শুরু করেন সার্জারি করেছেন সেলেনা। তবে বিষয়টি নিয়ে তখন মারিসা জানিয়েছিলেন, লুপাস রোগের কারণে সেলেনার শারীরিক পরিবর্তন হয়ে থাকতে পারে। এদিকে নেটিজেনদের বিদ্রুপমূলক কথাবার্তায় বেশ রাগান্বিত সেলেনা। সম্প্রতি ভিডিওটি শেয়ার করে ক্ষুব্ধ গায়িকা লিখেছেন, ‘সত্যি বলতে, আমি এসব ঘৃণা করি। ফ্লেয়ারআপের কারণে স্ট্রাইপ করেছিলাম। বোটক্সও করেছি।
সেলেনা ক্ষোভ প্রকাশ করতেই একটি পোস্ট দেন মারিসা। সেখানে ক্ষমা চেয়ে লিখেছেন, ‘আপনি যখন কিশোরী ছিলেন বা ২০ বছর বয়স, তখন আপনি দেখতে কেমন ছিলেন—তা আমাদের ব্যাখ্যা করার জন্য আপনি কারও কাছে দায়বদ্ধ নন।’ সেই পোস্টের জবাবে সেলেনা লিখেছেন, ‘আমি আপনাকে ভালোবাসি।’
বিষয়টি নিয়ে গায়িকার এমন মন্তব্য মন কেড়েছে সবার। তাইতো ভিডিওর নিচে অনেকেই মন্তব্য বক্সে জানিয়েছেন। এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। সম্প্রতি সেলেনা গোমেজ তার জন্মদিন উদযাপন করেছেন তার সঙ্গী গায়ক ও প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে। বর্তমানে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন। এ ছাড়া বছর শেষে তার বেশকিছু কনসার্ট রয়েছে। যেগুলো নিয়ে সেপ্টেম্বর থেকেই শুরু হবে ব্যস্ততা।