

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শরীয়তপুরকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করা হবে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ও নলমুড়ি ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মানুষের দ্বারে দ্বারে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এ দফাগুলো শুধু এই আসন নয়, পুরো শরীয়তপুর জেলাকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ম্যাডাম গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন। আমরা অত্যন্ত মর্মাহত। তার দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করছি। তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন এটাই কামনা।
দিনের শুরুতে তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুদ্দিন আহাম্মেদ অপু গোসাইরহাটের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। এরপর সারা দিন সামন্তসার ও নলমুড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নেন এবং ভোট প্রার্থনা করেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনাও দেন তিনি।
গণসংযোগের মাঝে নুরুদ্দিন আহাম্মেদ অপু বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শিক্ষার্থীদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেন এবং বিদ্যালয়ের যে কোনো সমস্যায় সরাসরি যোগাযোগ করার আহ্বান জানান।
দুপুরে স্কুলজীবনের এক শিক্ষকের মৃত্যুসংবাদ পেয়ে তিনি কোদালপুরে ছুটে যান এবং জানাজায় অংশ নিয়ে প্রয়াত শিক্ষকের স্মৃতিচারণ করেন। পরে তিনি জুসিরগাঁও মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের যে কোনো সমস্যার কথা সরাসরি জানাতে অনুরোধ করেন। এ সময় তিনি নিজ হাতে উপস্থিত ব্যক্তিদের ফল খাইয়ে দেন।
গণসংযোগ চলাকালে নুরুদ্দিন আহাম্মেদ অপু এলাকায় নিহত বিএনপি নেতাকর্মী ও গুণীজনের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য তারেক আজিজ মোবারক ঢালী, আক্তার হোসেন নান্টু খানসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন