এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ১৩ জন উপদেষ্টাও দায়িত্ব নিয়েছেন। আশা করা যাচ্ছে, শিগগির দেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
দেশের অন্যান্য অঙ্গনসহ সংস্কৃতি অঙ্গনেও স্বাভাবিক অবস্থা ফেরার প্রত্যাশায় শিল্পীরা। জীবন চলার পথে গানই যাদের পেশা, তাদের জীবনও অন্যান্য সবার মতোই স্থিতিশীল হয়ে আছে। ঠিক কবে নাগাদ শিল্পীরা গানে গানে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এটাও এখনো নিশ্চিত নয়। এই প্রজন্মের সংগীতশিল্পী শারমিন কেয়া, ইয়াসমিন লাবণ্য, মৌলি মজুমদার, তানজিন মিথিলা ও ইসফাত আরা কায়সার রনিরা স্টেজ শোতে ফেরার অপেক্ষায়।
শারমিন কেয়ার বেশ কিছু শ্রোতাপ্রিয় মৌলিক গান আছে। যেগুলো তিনি নিয়মিত স্টেজে পারফর্ম করে থাকেন। এ ছাড়া ইয়াসমিন লাবণ্যর কণ্ঠে সোনালি দিনের গান বেশি জনপ্রিয়। যেগুলো তিনি স্টেজে দর্শকদের শুনিয়ে থাকেন।
এদিকে স্টেজে ফেরা নিয়ে সংগীতশিল্পী শারমিন কেয়া বলেন, ‘হয়তো শিগগির দেশে স্বাভাবিক অবস্থা ফিরবে। আমরাও আমাদের পেশাগত কাজে ফিরব ইনশাআল্লাহ। কারণ স্টেজকে খুব মিস করছি। স্টেজের সামনে সাধারণ মানুষের উল্লাস আমাদের প্রাণ। তাই যত দ্রুত স্টেজে ফিরতে পারব, ততই ভালো লাগবে।’
এদিকে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শোক, শ্রদ্ধা প্রকাশ করেছেন দেশের তরুণ এ শিল্পীরা। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তারা।