হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। দীর্ঘ ক্যারিয়ারে নানা সময় নানা চরিত্রে নজর কেড়েছেন তিনি। এবার পর্দায় হাজির হবেন আলোকচিত্রী হয়ে। মার্কিন আলোকচিত্রী এলিজাবেথ লি মিলারের ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘লি’। এরই মধ্যে সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। এর আগে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ হলে আলোচনায় আসেন তিনি। এবার একটি নতুন ট্রেলার প্রকাশ করল নির্মাতারা। ‘লি’তে মার্কিন আলোকচিত্রী এলিজাবেথ লি মিলারের জীবনী ফুটিয়ে তুলবেন কেট।