তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৩:১১ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১২:৪৫ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রিয়াঙ্কার পরিকল্পনা

প্রিয়াঙ্কার পরিকল্পনা। ছবি সংগৃহীত
প্রিয়াঙ্কার পরিকল্পনা। ছবি সংগৃহীত

সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। নাটকে ব্যস্ততা পেরিয়ে সিনেমাতেও কাজ করছেন তিনি। সম্প্রতি তার অভিনীত ‘ব্যাড বয় মজিদ’ নাটকটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। নাটকটি এনটিভিতে প্রচারের পর ইউটিউব ও ফেসবুকেও দর্শকরা ক্লিপসগুলো পছন্দ করেছেন বলে জানালেন প্রিয়াঙ্কা।

সামনে ‘শ্বশুরবাড়ি বরিশাল’ নামে নাটক আসবে এ অভিনেত্রীর। নাটকটির অল্প কিছু অংশের শুটিং বাকি রয়েছে। সদরঘাটে শুটিং হবে বলে জানান প্রিয়াঙ্কা। এদিকে এটিএন বাংলায় ‘ঝড় বৃষ্টির রাতে’ ও ‘স্বপ্নের রানি’ নামে দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে প্রিয়াঙ্কার। বৈশাখীতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘মুসা’। আগামী মাসেই নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। শুটিংয়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার অভিনীত ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘তবুও প্রেম দামি’, ‘কি করে বলব প্রিয়তমা’ সিনেমা দুটি।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে প্রিয়াঙ্কা বলেন, ‘মাঝে ছাত্র আন্দোলন কেন্দ্র করে শুটিং বন্ধ ছিল। আবারও শুটিং শুরু হচ্ছে। বেশ কিছু নাটকের কাজ হাতে রয়েছে। সেসব নাটকের শিডিউল আগে দেব। এরপর সিনেমা তো রয়েছেই। সিনেমায় সময় বেশি দিতে হয়। একটা সিনেমার কাজ শুরু করলে নাটকের কাজ বন্ধ হয়ে যায়। কন্টিনিউটি ধরে রাখার একটা ব্যাপার তো থেকেই যায়। তবে আমি সিনেমা ও নাটক দুই মাধ্যমেই কাজ করতে চাই। কারণ অভিনয় আমার ভালোবাসার জায়গা।’ নতুন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একজন ফ্যাশন ডিজাইনার। এ কাজটি আবার শুরু করতে চাই। পরিকল্পনা চলছে। ২০১৭ সালের দিকে আমি ফ্যাশন হাউস চালু করি। সেটি এখন বন্ধ রয়েছে। আবার নতুন করে চালুর পরিকল্পনা করছি। তবে এর জন্য অভিনয়ে কোনো গ্যাপ পড়বে না। অভিনয়ের পর অবসর সময় ব্যবসার জায়গায় দিতে চাই।’

অভিনয় নিয়ে ভাবনা প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘অভিনয় জিনিসটা ভেতরে থাকতে হয়। আবার যদি কেউ প্রতিনিয়ত ক্যামেরার সামনে দাঁড়ায়, বাস্তবেও একটা অভিজ্ঞতা হয়। সব মিলে ভালো টিমও ভালো কাজের পরিপূরক বলে মনে করি আমি। ভালো স্ক্রিপ্ট, গুণী নির্মাতা ও ভালো বাজেট হলে একজন শিল্পীর জন্য কাজ সহজ হয়ে যায়। অনেক সময় আমাদের সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয়। সেসব কিন্তু দর্শকরা জানেন না। নেটমাধ্যমের কারণে বিনোদন দুনিয়া এখন মানুষের হাতের মুঠোয়। সুতরাং আমাদের মানসম্মত কনটেন্ট দিয়েই দর্শক ধরে রাখতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কায়কোবাদকে নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

নতুন ইউএনও ১৬৬ উপজেলায়

খাজা এনায়েতপুর দরবার শরিফের পীরের ইন্তেকাল

বিপিএল নিলামে ২৫০ বিদেশি—প্রতি দলে খরচ ৯ কোটি

একটি দল দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : মির্জা ফখরুল 

প্রথম নারী পুলিশ সুপার পেল বরিশাল

জ্বালানি লোডিংয়ের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আগামী শনিবার পূর্ণাঙ্গ ‘মক ভোটিং’ : ইসি সচিব

বিপিএল শুরুর সময় জানাল বিসিবি

ব্যক্তিত্বের সুরক্ষায় আদালতের দ্বারস্থ শিল্পা শেঠি

১০

শততম টেস্টের পর বড় সুখবর পেলেন মুশফিক

১১

পে স্কেল নিয়ে নতুন তথ্য

১২

খালেদা জিয়ার সুস্থতা চেয়ে ফুল পাঠালেন চীনা রাষ্ট্রদূত

১৩

কমনওয়েলথ স্কলারশিপে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান ব্র্যাক ইউনিভার্সিটি

১৪

হাসিনার প্রত্যর্পণে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা

১৫

হাত-পা হঠাৎ ঠান্ডা হয়ে আসে, এটি কীসের লক্ষণ?

১৬

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১৭৫৫

১৭

গলা কাটার পর বিএনপি কর্মীকে মুখ পুড়িয়ে হত্যা

১৮

রস ছাড়াই গুড় তৈরি, পাঁচ কারখানাকে জরিমানা

১৯

হংকংয়ে আবাসিক ভবনে আগুন, নিহত ১৩

২০
X