বলিউড অভিনেত্রী সারা আলি খান। বড় পর্দা ছোট পর্দা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এ বছর তার মার্ডার মোবারক শিরোনামে নতুন একটি ওয়েব ফিল্ম মুক্তি পায়। এবার বছর শেষে নভেম্বরে আসছে তার আরও একটি সিনেমা। শিরোনাম মেট্রো ইন দিনো। এটি নির্মাতা অনুরাগ বসু পরিচালিত লাইফ ইন এ মেট্রোর সিক্যুয়েল। যার শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন চলছে পোস্ট প্রডাকশনের কাজ। এর আগে সিনেমাটির মুক্তির তারিখ ছিল সেপ্টেম্বরে। তবে কাজ শেষ না হওয়ায় এটি নভেম্বরে নেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ারের তথ্যমতে, ২৯ নভেম্বর এটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। তার মানে এ বছর বড় পর্দায় সারার একটি মাত্র সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তাই গণমাধ্যমটিতে তিনি নিজেও জানালেন, তার চরিত্রে বড় একটি চমক থাকবে। রুপালি পর্দায় এমন চরিত্রে তাকে আগে দেখেনি দর্শক।
এর আগে লাইফ ইন এ মেট্রো সিনেমার গল্প, অভিনয় ছাড়াও গানগুলো তুমুল প্রশংসিত হয়েছিল। সেবারের মতো এবারেও অনুরাগ বসুর এই সিনেমার সংগীত পরিচালনা করেছেন প্রীতম।
সিনেমার প্রধান চরিত্রে সারার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে আদিত্য রয় কাপুরকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন অনুপম খের, নীনা গুপ্ত, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেন শর্মা, আলি ফজলসহ অনেকে।