তরুণ প্রজন্মের অভিনেত্রী মানসী প্রকৃতি। নাটকে নিয়মিত কাজ করছেন তিনি। মাঝে চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এই মুহূর্তে প্রকৃতির ব্যস্ততা নাটক নিয়েই। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন কোনো নতুন সিনেমা হচ্ছে না। এরই মধ্যে একটি সিনেমায় অভিনয়ের কথা হয়েছে মানসী প্রকৃতির। ইন্ডাস্ট্রির পরিবেশ স্বাভাবিক হলেই সিনেমা শুরু করবেন বলে জানালেন এই অভিনেত্রী।
আপাতত নাটকেই ব্যস্ত থাকতে চান মানসী প্রকৃতি। এর মধ্যে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন এ সময়ের ব্যস্ত এই অভিনেত্রী। এসবের মধ্যে দুই বউ বয়রা, বেক্কল না সোজা অন্যতম। এ ছাড়া বউ বেক্কল নাটকের সিক্যুয়েল আসবে সামনে।
সিঙ্গেল নাটক ছাড়াও পরিচালক ফরিদুল হাসানের ‘হাউজ হাসবেন্ড’, গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কত দিনে’, আদিবাসী মিজানের ‘বেক্কলের মেলা’ ধারাবাহিক নাটকে কাজ করছেন মানসী প্রকৃতি।
এ ছাড়া সিঙ্গেল নাটক ‘পজিশন ঠিক নাই’তে অভিনয় করেছেন মানসী প্রকৃতি। তিনি বলেন, একজন অভিনেত্রী হিসেবে সব সময় দর্শকের পছন্দ মতো কাজ করতে চাই আমি। বিনোদনকর্মীরা চান দর্শক যেন আমার কাজ দেখে আনন্দ পান। অভিনয়ের প্রতি আমার ভালোবাসা অন্যরকম। কাজটি খুব এনজয় করি। দর্শকের কাছে ভালো সাড়া পাচ্ছি। দর্শকরা সাপোর্ট দিলে আগামীতে আরও ভাল কাজের উৎসাহ পাব।
মানসী প্রকৃতি অভিনীত শেষ কথা, যন্ত্রণা, জল শ্যাওলা সিনেমাগুলো মুক্তি পেয়েছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দুই ঘণ্টা ১০ মিনিট’ ও ‘রং রোড’ নামে দুটি চলচ্চিত্র।