দেখতে দেখতে ২০২৪ সালের ৯ মাস শেষ। এসেছে নতুন মাস। সিনেমাপ্রেমীদের জন্য বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আরও নতুন কিছু সিনেমা। যে তালিকায় রয়েছে জনপ্রিয় সিক্যুয়েলও। অক্টোবরে হলিউড ইন্ডাস্ট্রিতে কী কী সিনেমা মুক্তি পাচ্ছে, সেই আলোচনায় থাকা চারটি সিনেমা নিয়েই আজ আমাদের আয়োজন ‘অক্টোবরে জমজমাট হলিউড’।
সালেমে’স লট
অক্টোবরের ৩ তারিখ মুক্তি পাবে আমেরিকার সুপারন্যাচারাল হরর সিনেমা সালেমে’স লট। ১৯৭৫ সালে প্রকাশিত স্টিফেন কিংয়ের সালেমে’স লট উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে এটি, যা নির্মাণ করেছেন মার্কিন নির্মাতা গ্যারি ডাবারম্যান। সিনেমার গল্পে দেখানো হবে লেখক ‘বেন মিয়ার্স’ চরিত্রে অভিনয় করা লুইস পুলম্যান তার পারিবারিক ইতিহাসের সন্ধানে জেরুজালেমে তার শৈশবের বাড়িতে ফিরে আসেন। তার নিজের শহরটি একটি রক্তপিপাসু ভ্যাম্পায়ার দ্বারা শিকার করা হয়েছে, তা আবিষ্কার করার জন্য তিনি প্রতিনিয়ত শহরটির বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে থাকেন। একসময় তিনি এ বিষয়টি সবার সামনে তুলে আনতে সক্ষম হন। তিনি নিজেও এর শিকার হন। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প। লুইস পুলম্যান ছাড়াও সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেকেঞ্জি লেই, উইলিয়াম স্যাডলার, বিল ক্যাম্পের মতো তারকা।
দ্য ওয়াইল্ড রোবট
ভারতে হলিউড সিনেমার বড় মার্কেট রয়েছে। যেখানে প্রতি মাসেই মুক্তি দেওয়া হয় বেশ কিছু সিনেমা। সেই ধারাবাহিকতায় ভারতে এবার ১১ অক্টোবর মুক্তি পাচ্ছে অ্যানিমেশন সিনেমা ‘দ্য ওয়াইল্ড রোবট’।
এটি পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা ক্রিস স্যান্ডার্স। এর গল্প এগিয়ে যাবে রোজ নামে একটি রোবট ঘিরে; যে অন্য একটি গ্রহ থেকে এ পৃথিবীতে আসে। যাকে একটি মিশনে পাঠানো হয়। কিন্তু মিশনে সে ব্যর্থ হতে থাকে। একপর্যায়ে রোজ পৃথিবী ছেড়ে তার জগতে চলে যেতে চায়। তবে সেটি আর হয়ে ওঠে না। নিজের জগৎ থেকে রোজ হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন। এরপরই তার সঙ্গে ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প। ড্রিমওয়ার্কস অ্যানিমেশন দ্বারা প্রযোজিত এবং ইউনিভার্সাল পিকচার্সের এ অ্যানিমেশন সিনেমার বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউডের বড় বড় তারকা। যাদের মধ্যে আছেন পেড্রো পাসকাল, কিট কনর, বিল নাই, স্টেফানি হু, মার্ক হ্যামিল, ক্যাথরিন ও’হারা, ম্যাট বেরির মতো তারকা।
ভেনম: দ্য লাস্ট ড্যান্স
হলিউডের বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে একটি হলো ‘ভেনম’। এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির নাম দেওয়া হয়েছে ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স।’ টম হার্ডির অভিনীত সুপার হিরো সিনেমাটি আগামী ২৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে। যদিও ২০২৩ সালের ৮ নভেম্বর সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা থাকলেও সেটি পিছিয়ে যায়। গত বছর সাগ-আফট্রা ধর্মঘটের কারণে ‘ভেনম ৩’-এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। গত বছর নভেম্বরের শেষে ধর্মঘটের সমাপ্তির ফলে পুনরায় শুটিং শুরু হয় এটির। সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হলেও এর প্লট এখনো আড়ালে রাখা হয়েছে। ভেনম চরিত্রে এবারও অভিনয় করতে দেখা যাবে টম হার্ডিকে। এ ছাড়া থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর ও ক্লার্ক ব্যাকো। এটি পরিচালনা করেছেন কেরি মার্সেল। হার্ডির সঙ্গে তিনি যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন।
জোকার: ফোলি এ ডিউক্স
এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা জোকার সিনেমার সিক্যুয়েল ‘জোকার: ফোলি এ ডিউক্স’ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে অক্টোবরের ৪ তারিখ। ‘জোকার’ ভক্তদের তর যেন আর সইছে না। এর কারণ হচ্ছে বছরজুড়েই প্রকাশ করা হয় সিনেমাটির বিভিন্ন ধরনের পোস্টার। যার কারণে দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়ে প্রতিনিয়ত।
জোয়াকিন ফিনিক্স অভিনীত সিনেমাটি ঘিরে এরই মধ্যে হাইপ তৈরি হয়েছে। লেডি গাগা থাকায় সিনেমাটি ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। এ ছাড়া সিনেমায় আরও থাকছেন অভিনেতা ক্যাথরিন কেনের, ব্র্যান্ডান গ্রেসন ও জাজিই বিটসসহ অনেকে। ‘জোকার’ ছবির জন্য ৯২তম অস্কারে জোয়াকিন সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। টোড ফিলিপস পরিচালিত এ সিনেমাটি পুরো বিশ্বে ৪ অক্টোবর মুক্তি পেলেও ভারতে মুক্তি পাবে ২ অক্টোবর।