ঈদুল ফিতরে বলিউডে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। তবে বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি সিনেমাটি। এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেতে যাচ্ছে আগামী শুক্রবার (২৫ আগস্ট)। সম্প্রতি দেশের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স।
এ তথ্য নিশ্চিত করে আমদানিকারক প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘সপ্তাহ খানেক আগে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। কোনো কর্তন ছাড়াই সেন্সর পেয়েছে ছবিটি। আগামী শুক্রবার, অর্থাৎ ২৫ আগস্ট এখানকার সিনেমা হলে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে হল বুকিং শুরু হয়েছে।’
চলতি বছরের ২১ এপ্রিল ভারতে মুক্তি পায় ‘কিসি কা ভাই কিসি কি জান’। এরপর এটি উন্মুক্ত হয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভেও। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খান ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা ও বিজেন্দ্র সিং। সিনেমাটিতে একটি বিশেষ ক্যামিও ভূমিকায় ক্যামিও চরিত্রে রয়েছেন ‘আরআরআর’খ্যাত তারকা রামচরণ।
মন্তব্য করুন