শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
তামজিদ হোসেন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পিএম
প্রিন্ট সংস্করণ

আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে

আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে

ছোট থেকে বড় পর্দা, এবারের ঈদে দুই বিভাগেই ব্যস্ততা যাচ্ছে অভিনেতা আবদুন নূর সজলের। বড় পর্দায় মুক্তি পেয়েছে তার ‘জ্বীন-৩’ সিনেমা। যার জন্য প্রতিদিনই তাকে উপস্থিত হতে দেখা যায় সিনেপ্লেক্সগুলোতে। আছে ছোট পর্দাতেও নাটক। সবকিছু মিলিয়ে ভালোই কাটছে এ অভিনেতার ঈদ, যা নিয়ে কথা বলেছেন কালবেলার সঙ্গে।

লিখেছেন, তামজিদ হোসেন।

এবারের ঈদে ‘জ্বীন-৩’ ছাড়া আরও পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কী?

ছয়টি সিনেমা মুক্তি নিয়ে আমার মন্তব্য আলহামদুলিল্লাহ। কারণ ঈদের পর থেকে প্রতিদিন আমি মাল্টিপ্লেক্সে আসছি। সবার সিনেমা হাউসফুল যাচ্ছে। একটি সিনেমা বাদে প্রতিটিই দর্শকের মন জয় করছে। অনেকে সিনেমা দেখতে এসে টিকিট পাচ্ছে না। এ দৃশ্যগুলো আমাকে আনন্দ দিচ্ছে। শেষ কবে বাংলা সিনেমা দেখতে এসে দর্শক টিকিট না পেয়ে এমন মন খারাপ করেছেন, তা আমার জানা নেই। সব সিনেমা মিলে এবার হলে হলে একটা সিনেমাটিক উৎসব তৈরি হয়েছে।

একসঙ্গে এত সিনেমা মুক্তির বিষয়টি আপনি কীভাবে দেখছেন...

আমি মনে করি এটি নিঃসন্দেহে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো দিক। কারণ পর্দায় দর্শক শাকিব খান ও নিশোর পাশাপাশি একসঙ্গে সিয়াম ও মোশাররফ করিমের মতো অভিনেতাকে দেখার সুযোগ পাচ্ছে। তাদের হাতে এখন অপশন আছে একটি ভালো না লাগলে আরেকটি সিনেমা দেখার। হতাশ হয়ে সিনেমা না দেখে তাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে না। দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে। আমি বলব এভাবে দর্শকদের সিনেমার অপশন দিতে পারলে, তাহলে তারা হলে এসে সিনেমা না দেখে বাড়ি ফিরবেন না।’

এবারের ঈদের নির্মাতাদের নিয়ে কী বলবেন...

আমি খুবই আনন্দিত ঈদের সিনেমার নির্মাতাদের নিয়ে। দর্শক ধরে রাখতে তাদের অবদান সবচেয়ে বেশি। এমন মেধাবী নির্মাতারা সিনেমার জন্য এগিয়ে এলে, সামনে যে সিনেমা হল আর কখনো ফাঁকা যাবে না তা কিন্তু এবার বোঝা গেছে।

আপনার ‘জ্বীন-৩’ সিনেমা নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন?

আলহামদুলিল্লাহ ভালো। আমি প্রতিদিনই মাল্টিপ্লেক্সে আসছি, তাদের মন্তব্য কাছ থেকে শুনছি, সবাই আমাদের সিনেমাটি নিয়ে ভালো বলছেন। এখন পর্যন্ত প্রতিদিনই হাউসফুল যাচ্ছে, যা দেখে মনে হচ্ছে আগের দুটি পর্বের থেকে এবারের সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ অনেক বেশি; যার ক্রেডিট সিনেমার পুরো টিমের। দর্শকের এমন ভালোবাসা সত্যিই আমাদের গর্বিত করছে।

এ সিনেমার ‘কন্যা’ গানটি নিয়ে মুক্তির আগেই দর্শকের ব্যাপক আগ্রহ ছিল। সেই আগ্রহ কি এখনো আছে?

একটি সিনেমার গান নিয়ে দর্শকের যে এমন আগ্রহ থাকতে পারে, তা আমার আগে জানা ছিল না। মাল্টিপ্লেক্সে দর্শকদের সঙ্গে দেখা হলেই তারা গানটি নিয়ে প্রশংসা করছেন এবং তাদের ভালো লাগার কথা বলছেন। আর ইউটিউবে তো প্রতিনিয়ত ‘কন্যার’ ভিউ বৃদ্ধি পাচ্ছে। এবার ‘জ্বীন-৩’ সিনেমার সবকিছুই দর্শক হৃদয় দিয়ে ভালোবাসছেন।

ঈদের পর ব্যস্ততা কী?

অভিনয়, মডেলিং, যা নিয়ে সবসময় থাকি। তবে ইচ্ছা আছে সামনে দর্শকদের জন্য বেছে বেছে আরও ভালো কিছু সিনেমা উপহার দেওয়ার। সবাইকে ঈদের শুভেচ্ছা। আর দর্শকদের একটা কথাই বলব, আপনারা দেশের সিনেমা ভালোবাসুন। আমরা আপনাদের জন্যই কাজ করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১০

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১১

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১২

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৩

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১৪

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১৫

বিরক্ত মেহজাবীন চৌধুরী

১৬

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

১৭

‘মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী হয়রানির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৮

পার্বত্য অঞ্চলকে অশান্ত করে খোয়াব পূরণ হবে না : জাগপা

১৯

‘আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’

২০
X