কান উৎসবে নির্বাচিত মুভির তালিকায় বিশ্বরাজনীতি ও বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হয়। কারণ, আয়োজকরা মনে করেন, যে কোনো দেশে যুদ্ধ বাধলে চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী ও দর্শকদের ওপর এর প্রভাব পড়ে। ৭৮তম আসরের উদ্বোধনী দিনেই ‘ইউক্রেন দিবস’ অনুষ্ঠানের অংশ হিসেবে ইউক্রেন যুদ্ধভিত্তিক তিনটি চলচ্চিত্র দেখানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ স্মরণ করেন ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতেমা হাসোনাকে। গত ১৬ এপ্রিল গাজায় ইসরায়েলি বিমান হামলায় ১০ আত্মীয়সহ নিহত হন তিনি। তার বয়স হয়েছিল ২৫ বছর।
মৃত্যুর আগে ফাতেমা হাসোনাকে নিয়ে ইরানি নির্মাতা সেপিদেহ ফার্সি নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র ‘পুট ইউর সোল অন ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াক’। কানের সমান্তরাল বিভাগ এসিআইডিতে নির্বাচিত হয়েছে এটি। ফ্রান্সের অ্যাসোসিয়েশন ফর দ্য ডিফিউশন অব ইন্ডিপেন্ডেন্ট সিনেমা এ বিভাগের আয়োজন করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্টুডিও থার্টিন থিয়েটারে ও রাত ৮টায় অলিম্পিয়া থিয়েটারে দেখানো হয়েছে বহুল আলোচিত প্রামাণ্যচিত্রটি। বিভিন্ন দেশের চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক ও দর্শকরা এর ভূয়সী প্রশংসা করেছেন।
এসিআইডির নির্বাচিত অন্য সিনেমাগুলোর মধ্যে বেলা ১১টায় লে রাইমু থিয়েটারে ও দুপুর ২টায় আলেকসঁন্দ থ্রি থিয়েটারে প্রদর্শিত হয় ফ্রান্সের অরেলিয়াঁ ভের্ন-লেরমিজিয়ুঁ পরিচালিত ‘দ্য ব্ল্যাক স্নেক’। আলেকসঁন্দ থ্রি থিয়েটারে বিকেল ৪টা ৩০ মিনিটে ছিল ফিনল্যান্ডের লাউরি-মাত্তি পারপেই পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘অ্যা লাইট দ্যাট নেভার গোজ আউট’।
জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের থিয়েটার ক্রয়জেটে কান উৎসবের সমান্তরাল বিভাগ ডিরেক্টরস ফোর্টনাইটে সকাল ৮টা ৪৫ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে দেখানো হয় কানাডার ফেলিক্স ডুফোর-লাপেরিয়ার পরিচালিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘ডেথ ডাজ নট এগজিস্ট’। এ ছাড়া বেলা ১১টা ১৫ মিনিটে ফ্রান্সের লুইজ এমোঁ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য গার্ল ইন দ্য স্নো’ ও দুপুর ২টা ১৫ মিনিটে জাপানের ইয়ুইগা দানজুকা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্র্যান্ড নিউ ল্যান্ডস্কেপ’ প্রদর্শিত হয়েছে।
ইস্পেস মিরামার ভেন্যুতে গতকাল বেলা ১১টা ও সন্ধ্যা ৬টায় দেখানো হয় ক্রিটিকস’ উইকে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ‘লেফট-হ্যান্ডেড গার্ল’। এটি পরিচালনা করেছেন তাইওয়ানিজ-আমেরিকান নারী শি চিং সু।
মূল প্রতিযোগিতা: এবারের আসরে স্বর্ণপামের লড়াইয়ে থাকা দুটি চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে বৃহস্পতিবার। এর মধ্যে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ছিল ফ্রান্সের দমিনিক মল পরিচালিত ‘কেস ১৩৭’। এর আগে বিকেল ৫টায় দুবুসি থিয়েটারে ও বিকেল ৫টা ১৫ মিনিটে বাজিন থিয়েটারে সাংবাদিকদের দেখানো হয় মুভিটি। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে রাত ৯টা ৩০ মিনিটে প্রদর্শিত হয় স্পেনের অলিভার লুক্সে পরিচালিত ‘সিরেট’। রাত ৯টা ৪৫ মিনিটে দুবুসি থিয়েটারে ও রাত ১০টায় বাজিন থিয়েটারে ছিল এর প্রেস শো।
আঁ সাঁর্তে রিগা: দুবুসি থিয়েটারে বৃহস্পতিবার বেলা ১১টায় দেখানো হয় জাপানের কেই ইশিকাওয়া পরিচালিত ‘অ্যা পেল ভিউ অব হিলস’। একই ভেন্যুতে দুপুর ২টায় প্রদর্শিত হয়েছে চিলির ডিয়েগো পেসপেদেস পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দ্য মিস্টেরিয়াস গেজ অব দ্য ফ্ল্যামিঙ্গো’।
প্রতিযোগিতার বাইরে: আনিয়েস ভারদা থিয়েটারে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দেখানো হয় ফ্রান্সের জোজেফিন জাপি পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দ্য ওয়ান্ডারার্স’। দুবুসি থিয়েটারে বৃহস্পতিবার রাত ৭টা ৩০ মিনিটে কান প্রিমিয়ার বিভাগে ছিল জার্মানির ফাতি আকিন পরিচালিত ‘আমরুম’। এতে অভিনয় করেছেন জার্মান তারকা ডায়েন ক্রুজার। রাত ১২টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে মিডনাইট স্ক্রিনিংসে দেখানো হয় ফ্রান্সের ইয়ান গজলান পরিচালিত ‘ড্যালোওয়ে’।
কান ক্ল্যাসিকস: উৎসবের ধ্রুপদি ছবির বিভাগ কান ক্ল্যাসিকসে বৃহস্পতিবার বুনুয়েল থিয়েটারে ছিল তিনটি প্রদর্শনী। দুপুর ২টা ৩০ মিনিটে কলম্বিয়ার চিরো দুরান পরিচালিত ‘লা পাগা’ (১৯৬২) ও বিকেল ৫টা ১৫ মিনিটে দেখানো হয় ইরাকের কামেরান হোসনি পরিচালিত ‘সায়িদ এফেন্দি’ (১৯৫৬)। প্রয়াত সুইডিশ নির্মাতা বো ওয়াইডারবার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে প্রদর্শিত হয়েছে জন এএসপি ও মাটিয়াস নোরবর্গ পরিচালিত প্রামাণ্যচিত্র ‘বিইং বো ওয়াইডারবার্গ’ (২০২৪)।
সৈকতে উন্মুক্ত প্রদর্শনী: পালে দে ফেস্টিভ্যাল ভবনের অদূরে সৈকতে খোলা আকাশের নিচে ‘সিনেমা দ্যু লা প্লাজ’ বিভাগে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হয়েছে ফ্রান্সের ফ্রঁসোয়া ল্যুতেরিয়ের পরিচালিত ‘নেকেড অটাম’ (১৯৬১)। এখানে সিনেমা দেখতে কোনো ইনভাইটেশন কিংবা ব্যাজ লাগে না।
মন্তব্য করুন