বাড়তি মেদ ঝরিয়ে একটু ছিমছাম, ঝরঝরে চেহারা কে না চান! আজকাল শরীর ফিট রাখতে অনেকেই ভোরবেলা উঠে হাঁটছেন, কেউ আবার নিয়ম করে জিমে যাচ্ছেন, খাবারেও এনেছেন অনেক নিয়ন্ত্রণ। তবে, ব্যস্ত জীবনে সবার তো আর প্রতিদিন শরীরচর্চা করার সময় হয় না। অফিস-বাসাতে নানা রকম দায়িত্ব সামলাতে গিয়ে অনেকেরই ঠিকমতো ব্যায়াম করা হয়ে ওঠে না।
কিন্তু তাই বলে কি মেদ জমে থাকবে? একেবারেই না। বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ ঘরোয়া পানীয় আছে, যেগুলো রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে পান করলে ধীরে ধীরে ফ্যাট কমতে পারে, মেটাবলিজমও বাড়ে। এসব পানীয় তৈরি করতেও সময় লাগে না খুব বেশি, উপকরণগুলোও প্রায় সবার রান্নাঘরেই মজুত থাকে।
আর সবচেয়ে ভালো দিক হলো, এই পানীয়গুলো খাওয়ার জন্য জিমে যাওয়ার দরকার নেই, ব্যায়াম না করলেও চলবে। শুধু দরকার একটু নিয়ম মেনে চলা আর ধৈর্য রাখা। যারা কর্মব্যস্ততায় শরীরচর্চা করতে পারেন না, তাদের জন্য এগুলো হতে পারে কার্যকর ও সহজ সমাধান।
চলুন, জেনে নেওয়া যাক এমন সাতটি পানীয় সম্পর্কে, যেগুলো ঘুমানোর আগে পান করলে ওজন নিয়ন্ত্রণে আসতে সাহায্য করতে পারে।
গরম পানিতে লেবুর রস
লেবুতে রয়েছে ভিটামিন সি, যা শরীরের বিপাকক্রিয়া বাড়ায়। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে গরম পানিতে এক চামচ লেবুর রস মিশিয়ে পান করলে তা চর্বি ঝরাতে সাহায্য করে।
লেবু-আদার চা
এক কাপ গরম পানিতে সামান্য আদা কুঁচি ও লেবুর রস মিশিয়ে তৈরি করুন এই পানীয়। চাইলে সামান্য চা-পাতাও দিতে পারেন। এই পানীয় ফ্যাট কমানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে।
দারুচিনি ভেজানো পানি
দারুচিনিতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। রাতে গরম পানিতে দারুচিনি ভিজিয়ে রেখে সেই পানি পান করলে ধীরে ধীরে কমবে শরীরের বাড়তি মেদ।
মেথি ভেজানো পানি
মেথি হজম শক্তি বাড়াতে সহায়ক। রাতে গরম পানিতে মেথি ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলেও উপকার মিলবে, তবে ঘুমোতে যাওয়ার আগেও এই পানি খাওয়া যায়। নিয়মিত খেলে ফ্যাট কমাতে সাহায্য করে।
হলুদ দুধ
এক গ্লাস গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে খেলে তা শুধু মেদ কমায় না, বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এটি একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে।
আজোয়ান ফোটানো পানি
রাতের খাবার হজম করতে সমস্যা হলে সাহায্য করতে পারে আজোয়ান ফোটানো পানি। এটি শুধু হজমেই নয়, ওজন কমাতেও কার্যকর।
অ্যালোভেরা জুস
অ্যালোভেরার উপকারিতা নতুন করে বলার কিছু নেই। রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরা জুস পান করলে তা চেহারার ঔজ্জ্বল্য ফিরিয়ে আনার পাশাপাশি অতিরিক্ত চর্বিও কমাতে সাহায্য করে। এ ছাড়া চুলের সৌন্দর্য রক্ষাতেও এটি উপকারী।
মন্তব্য করুন