রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
রাজু আহমেদ
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৪:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

‘যাদের মা নেই তারা তো কাঁদবেই যাদের আছে তারাও কাঁদবে’

‘ঘ্রাণ’ নাটকের পোস্টার। ছবি: সংগৃহীত
‘ঘ্রাণ’ নাটকের পোস্টার। ছবি: সংগৃহীত

নাটকটির নাম ‘ঘ্রাণ’। নামেই যেন এক ধরনের স্মৃতি জড়ানো সুগন্ধ। যে সুগন্ধ ঘিরে থাকে একজন সন্তানের সমস্ত অস্তিত্ব—তার মা। মায়ের জন্মদিন খুঁজে পাওয়ার গল্প নিয়েই নির্মিত এ নাটক এরই মধ্যে ছুঁয়ে গেছে দর্শকের হৃদয়ের সবচেয়ে কোমল জায়গাটি।

জিয়াউল হক অপূর্ব ও নাজনীন নাহার নিহার অনবদ্য অভিনয়ে নাটকটি মুক্তি পেয়েছে ১০ জুন, ২০২৫—ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। মুক্তির পর থেকেই নাটকটি আলোচনায় উঠে এসেছে। নাটকের নির্মাতা মাসরিকুল আলম। গল্পটি লিখেছেন ইমদাদ বাবু।

‘ঘ্রাণ’ মূলত একটি সন্তানের মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ আর আবেগের গল্প। শুরুটা মিরপুর বেনারসি পল্লিতে। অপূর্বর চরিত্র একটি শাড়ি কিনতে গিয়ে দ্বিধায় পড়ে যায়। শাড়ি কেমন হবে, বুঝে উঠতে পারে না। তখন রোজী সিদ্দিকীর সহায়তায় গল্প ঢুকে পড়ে এক হৃদয়ভরা ফ্ল্যাশব্যাকে।

প্রেমিকা নিহার খালার জন্মদিনে গিয়ে অপূর্বর মনে পড়ে তার নিজের মায়ের জন্মদিন কখন বা কবে, তা সে জানেই না। মনে হয়, মায়ের জন্মদিনটা আয়োজন করে উদযাপন করা উচিত। কিন্তু এটাই তো সবচেয়ে কঠিন প্রশ্ন—কবে তার মায়ের জন্মদিন? সে আমলের অনেক মানুষই তো জন্মতারিখ লিখে রাখতেন না। সেই ‘না-জানা’র মধ্য থেকেই শুরু হয় এক সন্তানের খোঁজ—মায়ের জন্মদিনের খোঁজ।

নাটকটির নির্মাতা মাসরিকুল আলম বলেন, “ইমদাদ ভাইয়ের ছোট একটা গল্প ছিল ‘ঘ্রাণ’। আমি পড়েই মুগ্ধ। কারণ, আমিও আমার মায়ের জন্মদিন জানি না। তখনই সিদ্ধান্ত নিই, এটা নাটকে রূপ দেব। ইমদাদ ভাইকে বলেই দিই—এ গল্পটা করতে চাই।”

নাটকের প্রধান অভিনেতা জিয়াউল হক অপূর্ব বলেন, ‘স্ক্রিপ্ট পড়েই মনে হয়েছে, এ নাটকটা দেখে যাদের মা নেই তারা তো কাঁদবেই, যাদের মা আছেন তারাও কাঁদবে।’

অন্যদিকে নাজনীন নাহার নিহা বলেন, “গল্পটা এতটাই স্নিগ্ধ আর আবেগভরা ছিল যে, একবারেই ‘হ্যাঁ’ বলে দিয়েছি। এমন কাজ আজকাল খুব একটা হয় না।”

নাটকে অপূর্বর মায়ের চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী শেলী আহসান। তিনি বলেন, “এ চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি বারবার কেঁদে ফেলেছি। এমন একটা ছেলে যদি প্রতিটি মায়ের জীবনে থাকত, তাহলে পৃথিবীটা আরও সুন্দর হতো। ‘ঘ্রাণ’ শুধু একটি নাটক নয়, এটি যেন একজন মায়ের মলিন হয়ে যাওয়া স্মৃতির দিকে সন্তানের ফিরে তাকানো। আমি গর্বিত যে এমন একটি মায়ের চরিত্রে অভিনয় করতে পেরেছি।”

নাটকে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, দিলারা জামান ও বড়দা মিঠু। নির্মাতা জানান, এটি নিহার সঙ্গে তার প্রথম কাজ, যদিও রিলিজ হিসেবে দ্বিতীয়। নির্মাতা মাসরিকুল আরও বলেন, “প্রশংসা পেতে কার না ভালো লাগে! ‘ঘ্রাণ’ রিলিজের পর থেকে দর্শক, সহকর্মীদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, তা ভবিষ্যতের কাজের জন্য এক বড় প্রেরণা হয়ে থাকবে।”

দর্শকদের প্রতিক্রিয়াও তাই বলছে। কেউ মন্তব্য করছেন—‘এই অবহেলিত যুগে এসে এমন নাটক আরও নির্মাণ করা উচিত, যাতে সমাজে পরিবর্তন আসে।’ আরও একজন লিখেছেন, ‘মা জীবিত তবুও তার অস্তিত্বহীনতার কল্পনা চোখ বেয়ে অশ্রু নামিয়ে আনছে।’

আরেক দর্শক বলেন, ‘পরিচালককে ধন্যবাদ, আকাশে যেমন চাঁদের মর্যাদা, এ নাটকেও তেমনভাবেই মায়ের মর্যাদা তুলে ধরেছেন। সব মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

বিশেষ করে প্রবাসীদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়াগুলো আরও আবেগময়। একজনের প্রতিক্রিয়া এমন—‘এই প্রথম মাকে নিয়ে এত সুন্দর নাটক দেখলাম। নাটকে মাকে নিয়ে বলা প্রতিটি সংলাপ হৃদয় ছুঁয়ে গেছে। আমার মাকে নিয়ে যে অনুভূতিটা হলো, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিয়ে চাকরি খোয়ালেন বেরোবি সমন্বয়ক

হাওর ও চরাঞ্চলের শিক্ষক বদলির তদবির আসে ওপর থেকে : গণশিক্ষা উপদেষ্টা

জয় স্যুটকেস ভরে টাকা নিয়ে গেছে : হাবিব-উন-নবী সোহেল

২৫ বছর ধরে বাঁশির মায়ায় আটকে আছে শফিকুলের জীবন

একাত্তরেও আ.লীগ পালিয়েছে, এবারও পালিয়ে গেছে : টুকু

১০

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ হচ্ছে কবে

১১

তিন দিনের মধ্যে সাদাপাথর ফেরত না দিলে ব্যবস্থা

১২

উগান্ডার সঙ্গে ট্রাম্পের চুক্তি, জানা গেল নেপথ্য কারণ

১৩

ইসহাক দারের সঙ্গে কী আলোচনা হলো বিএনপি-জামায়াত-এনসিপির

১৪

মনোনয়নপত্র বিতরণ শুরু রোববার : রাকসু ট্রেজারার

১৫

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত

১৬

পাথরের জন্য মাইকিং, ডেডলাইন ২৬ আগস্ট

১৭

‘চোখের সামনেই আমার ছেলেটার মৃত্যু হয়েছে’

১৮

তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমেরিকান প্রবাসী মিঠুর খাদ্যসামগ্রী বিতরণ

২০
X