অভিনেতা জিয়াউল হক পলাশকে নিয়ে এ বছর পরিচালক তানিম রহমান অংশু নির্মাণ করেন ফিকশন ‘খালিদ’। যেটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। এবার আসছে এর সিক্যুয়েল ‘খালিদ ২’ যার শুটিং শুরু হবে নভেম্বর অথবা ডিসেম্বরে। নির্মাতা সূত্রে এমনটাই জানা গিয়েছে।
এই ফিকশনের আগে জিয়াউল হক পলাশকে বিভিন্ন ধরনের চরিত্রে দেখেছে দর্শক। কখনো ড্যান্সার, কখনো ডাকাত। সব চরিত্রেই নিজেকে ছাপিয়ে গেছেন এই অভিনেতা। পেয়েছেন দর্শকের কাছ থেকে অসম্ভব ভালোবাসা। খালিদে একজন বক্সারের চরিত্রে অভিনয় করেন পলাশ। যেই চরিত্রে এবারও দেখা যাবে তাকে। তবে প্রথমবারের চেয়ে এবার আরও ভয়ংকর রূপে ধরা দেবেন এই অভিনেতা। এমনটাই জানা গেছে।
‘খালিদ ২’ ২০২৬ সালে যে কোনো একটি ঈদে ইউটিউবে প্রকাশ পাবে। এ ছাড়া এই নির্মাতার হাতে আছে আরও একটি ওয়েব সিরিজ। যার শুটিং শুরু হবে নভেম্বরে। সিরিজটির নাম ঠিক না হলেও এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।
মন্তব্য করুন