

অভিনেতা ফজলুর রহমান বাবু জানান, ‘বেহুলা দরদী’ এমন একটি সিনেমা, যার শুটিং হয়েছে গল্পের স্থানেই—প্রত্যন্ত অঞ্চলে। তিনি বলেন, ‘যেখানকার গল্প, সেই জায়গায় আমরা কাজ করেছি। এতে এক ধরনের অদ্ভুত শান্তি পেয়েছি।’ বাবুর মতে, সিনেমাটি শুধু বিনোদন নয়, টাঙ্গাইলের মধুপুর অঞ্চলের নাচারি ও পালার গানের সংস্কৃতির ইতিহাস সংরক্ষণে একটি মূল্যবান দলিল হয়ে থাকবে। তিনি আরও বলেন, ‘এ সিনেমা ওই অঞ্চলের লোকজ সংস্কৃতির আর্কাইভ হিসেবে কাজ করবে।’ সিনেমাটিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। গতকাল শুক্রবার সারা দেশে আটটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ সিনেমার পরিচালক সবুজ খান।
মন্তব্য করুন