

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আতিয়া আনিসা প্রথম যুক্তরাষ্ট্র সফর শেষে গত ২৯ অক্টোবর দেশে ফিরেছেন। সফরে তিনি আসিফ আকবরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে একাধিক শোয়ে গান পরিবেশন করেন। আনিসা বলেন, ‘আসিফ ভাই সঙ্গে থাকায় শোগুলোতে স্বাচ্ছন্দ্যে গাইতে পেরেছি এবং শ্রোতাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি।’ ফিরেই আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে একটি শোয়ে গান গাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
মন্তব্য করুন