

নেটফ্লিক্সে ২৬ নভেম্বর মুক্তি পাচ্ছে জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম ও শেষ সিজন। নতুন ট্রেলারে দেখা গেছে, ভেকনা আবারও হকিন্স শহর আক্রমণ করতে চলেছে। এবার সব প্রিয় চরিত্র তাকে থামানোর লড়াইয়ে একত্র হবে। সিজনটিতে মোট আটটি পর্ব থাকবে—প্রথম চারটি (ভলিউম-১) আসবে ২৬ নভেম্বর, পরের তিনটি (ভলিউম-২) ২৫ ডিসেম্বর আর দুই ঘণ্টার ফাইনাল পর্ব দেখা যাবে নববর্ষের আগের রাতে। এ সিজনে যুক্ত হচ্ছেন টার্মিনেটরখ্যাত লিন্ডা হ্যামিলটনও। সিরিজটি শেষ হবে একটি পূর্ণাঙ্গ গল্পের মাধ্যমে।
মন্তব্য করুন