

শীতের সাজে সাদা পোশাক, কোট, টুপি ও সানগ্লাসে যেন একদম স্টাইলিশ লুক—অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি নিজের পুরোনো কয়েকটি ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিগুলো গত শীতের, যেখানে তিশাকে দেখা গেছে শহরের রাস্তায় হাঁটতে ও পোজ দিতে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গত বছরের স্মৃতির সঙ্গেই এ বছরটির সমাপ্তি।’ ক্যাপশনটি প্রকাশের পরই তিশার ভক্তরা মন্তব্যে জানাচ্ছেন, পুরোনো স্মৃতির সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর এ ভাবনা বেশ পছন্দ করেছেন তারা।
ছবিতে তিশাকে দেখা গেছে সাদা জ্যাকেট, কালো পোশাক, সাদা বুট আর ছোট লাল ব্যাগে একদম চটকদার এক শীতকালীন রূপে। পুরো লুকটি তার মার্জিত অথচ আকর্ষণীয় উপস্থিতি আরও উজ্জ্বল করেছে।
বর্তমানে তানজিন তিশা নতুন কিছু নাটক ও ওয়েব প্রকল্পের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বছরের শেষ প্রহরে নিজের এ পুরোনো স্মৃতির ছবি দিয়ে তিনি যেন জানিয়ে দিলেন—সময় বদলায়, কিন্তু সুন্দর মুহূর্তগুলো থেকে যায় চিরদিনের মতো।
মন্তব্য করুন