কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ৯ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, রাউজানে মহিউদ্দিন জিলানী

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মহিউদ্দিন জিলানী। ছবি : কালবেলা
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মহিউদ্দিন জিলানী। ছবি : কালবেলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের প্রথম ধাপের প্রার্থী তালিকায় চট্টগ্রামের ৯টি সংসদীয় আসনে মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মহিউদ্দিন জিলানী।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম ধাপে মোট ১২৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিন ধরে আলোচিত এলাকা রাউজান আসনে মহিউদ্দিন জিলানীর মনোনয়নকে এনসিপির একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দলটি জানিয়েছে, এ আসনে তারা স্থানীয়ভাবে গ্রহণযোগ্য, শিক্ষিত ও সংস্কারপন্থি নেতৃত্বকে সামনে আনতে চায়।

এনসিপির ঘোষিত তালিকা অনুযায়ী, চট্টগ্রামের অন্য আসনগুলোতেও নতুন মুখ ও তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনে মো. জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনে মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, চট্টগ্রাম-১০ ডবলমুরিং আসনে সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে মোহাম্মদ আজাদ দোভাষ, চট্টগ্রাম-১৩ আনোয়ারা আসনে জুবাইরুল আলম মানিক, চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে মুহাম্মদ হাসান আলী, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া আসনে আবদুল মাবুদ সৈয়দ এবং চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে মীর আরশাদুল হক দলীয় মনোনয়ন পেয়েছেন।

দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন এবং সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে নির্বাচন করবেন। কেন্দ্রীয় নেতৃত্ব জানান, চট্টগ্রামের মতো বন্দরনগরীতে দলীয় সংগঠন শক্তিশালী করতে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে।

এনসিপি বলছে, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তারা পরিবারকেন্দ্রিক ও প্রথাগত রাজনীতির বাইরে এসে রাষ্ট্র সংস্কারমুখী, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের অগ্রাধিকার দিয়েছে। চট্টগ্রামের প্রার্থী তালিকায় সেই দর্শনের প্রতিফলন রয়েছে বলে দলটির দাবি।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর এনসিপি মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। ব্যাপক সাড়া পাওয়ায় সময় বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত ফরম বিক্রি করা হয়। এ সময়ে মোট ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়।

এনসিপি নেতারা জানিয়েছেন, পরবর্তী ধাপে চট্টগ্রামের বাকি এলাকাসহ দেশের অন্যান্য আসনের প্রার্থী তালিকাও শিগগিরই ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মী রাখার আগে যে ৬ বিষয় জানা জরুরি

জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা

বিএনপি মুক্তিযুদ্ধের দল : দুলু

সীমান্তে চীন-রাশিয়ার যুদ্ধবিমানের দাপট, কী করবে জাপান

১৩ মাস পর ৬ জেলের কারামুক্তি, আবেগাপ্লুত স্বজনরা

আটা-ময়দা ফর্টিফিকেশন : অনুপুষ্টির অভাব দূরীকরণের এক সময়োপযোগী পদক্ষেপ

মসজিদের দানবাক্সের তালা কেটে টাকা চুরি

বিপিএল : আরও এক বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াল ঢাকা

ট্রেনে কাটা নয়, পরিকল্পিত হত্যা

পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

১০

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন বৃহস্পতিবার

১১

ব্রাকসু নির্বাচনের তপশিল ফের স্থগিত

১২

বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা

১৩

চট্টগ্রামে ৯ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, রাউজানে মহিউদ্দিন জিলানী

১৪

ড্রেসিং করা হাঁস-মুরগি খাওয়া কি জায়েজ? যা বলছে ইসলাম

১৫

ফুটবলে সবকিছুই দ্রুত পরিবর্তন হয় : জাবি আলোনসো

১৬

তপশিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে : ইসি সচিব

১৭

পর্ন সাইটে দৃশ্য ছড়িয়ে পড়া নিয়ে অভিনেত্রীর ক্ষোভ

১৮

যুবদলের ২ নেতার ওপর এলোপাতাড়ি গুলি

১৯

মাঝ আকাশে জ্ঞান হারালেন নীলম কোঠারি

২০
X