শিবলী আহমেদ
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০২:৫৬ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০২:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ
কথাবেলা

বড় পর্দায় আমার মূল ফোকাস থাকবে অভিনয়ে

বড় পর্দায় আমার মূল ফোকাস থাকবে অভিনয়ে

বড় পর্দায় অভিষেক হতে চলেছে অভিনেত্রী নাবিলা বিনতে ইসলামের। সরকারি অনুদানে নির্মিতব্য ‘যুদ্ধ জীবন’ চলচ্চিত্রে চিত্রনায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে পর্দা ভাগ করছেন তিনি। পাশাপাশি করেন উপস্থাপনাও। জয়া আহসানের অভিনয় মুগ্ধ করে তাকে। পরের সিনেমায় জুটি বাঁধতে চান শাকিব খানের সঙ্গে। এসব নিয়েই কালবেলার সঙ্গে কথা হয় তার। নাবিলার আলাপসঙ্গী হয়েছেন শিবলী আহমেদ

সিনেমায় আপনার অভিষেক হতে চলেছে। বড় পর্দায় নিজের কোনটিকে প্রাধান্য দেবেন—রূপ নাকি অভিনয় দক্ষতা?

নাবিলা : আমি সব সময় মনে করি অভিনয়ের গুরুত্ব প্রথমে। এরপর বাকি গেটআপ-সেটআপ। এজন্য তো অবশ্যই টিম মেম্বাররা আছেন, উনারাই সেটি করে দেবেন। চরিত্রের প্রয়োজনে আমাকে যতটুকু গ্ল্যামারাস বা ন্যাচারাল থাকতে হচ্ছে, সেটি অবশ্যই আমি থাকব। চরিত্রের প্রয়োজনে যতটুকু সাজা দরকার, আমি সেটুকুই সাজব। কিন্তু আমার মূল ফোকাস থাকবে অভিনয়ে।

অভিনয়ে হাতেখড়ি কীভাবে? থিয়েটারে সম্পৃক্ত ছিলেন কি?

নাবিলা : ছোটবেলায় মানুষ স্কুলে পড়ার পাশাপাশি যেমন গান ও নাচের স্কুলে যায়, আমি যেতাম অভিনয়ের ক্লাসে। সেই গ্রুপ থেকে নানা সময় বিভিন্ন মঞ্চে বা কম্পিটিশনে গিয়েছি। পারফর্ম করেছি। একদম ছোটবেলার কথা বলছি। পরে ছোট পর্দার মাধ্যমে মিডিয়াতে আসি। মাঝামাঝি সময়ে ওরকমভাবে কোনো থিয়েটারের যুক্ত ছিলাম না।

প্রথম সিনেমায় পর্দা ভাগের আগে ফেরদৌস আহমেদের সঙ্গে আপনার কোনো সখ্য ছিল কি? দ্বিতীয় ছবিটি কার সঙ্গে করতে চান?

নাবিলা : ‘যুদ্ধ জীবন’ সিনেমায় কাজের আগে ফেরদৌস ভাইয়ের সঙ্গে আমার কখনোই একসঙ্গে কাজ হয়নি। কিন্তু আমার শোতে তিনি এসেছিলেন কয়েকদিন আগে। এভাবে অল্প পরিচয় ছিল। অনেক বেশি পরিচয় আগে থেকে ছিল না। আর পরবর্তী সিনেমা কার সঙ্গে করতে চাই, এর উত্তরে বলব—শাকিব খানের সঙ্গে করতে চাই।

অভিনয়ের ক্ষেত্রে কাকে অনুসরণের চেষ্টা করে থাকেন?

নাবিলা : দেশ-বিদেশে অনেকের অভিনয় ভালো লাগে, কিন্তু কাউকে অনুকরণ করি না। আমার পছন্দের অভিনেত্রী বাংলাদেশের জয়া আহসান—যার অভিনয় আমাকে ভীষণ মুগ্ধ করে।

স্বপ্ন কী? হলিউড নাকি বলিউড?

নাবিলা : স্বপ্ন তো বড় দেখতে সমস্যা নেই। বড় স্বপ্নই দেখি। দেশ ও দেশের বাইরে সব পর্দায় যেন কাজ করতে পারি। শিল্পকে নিয়ে যেন অনেক দূর এগিয়ে যেতে পারি, এটিই সবসময়ের স্বপ্ন।

নাবিলা কি সঠিক সময়ে শুটিং সেটে হাজির হন?

নাবিলা : সব সময় চেষ্টা করি শুটিংয়ের সময় মতোই থাকার। কারণ আমি জানি একটা টাইম লিমিটেশন থাকে, সেটি না হলে কাজটাও আরাম করে করা সম্ভব নয়। এটি সব সময় মাথায় রাখি।

বড় পর্দার কোনো নায়িকাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে হয়?

নাবিলা : আমি তো সিনেমায় একেবারেই নতুন। মাত্র শুটিং করছি। প্রতিদ্বন্দ্বী তো ভাবার কোনো উপায়ই নেই। কারণ অলরেডি সবাই আমার থেকে এগিয়েই আছেন।

অভিনয়ে আসতে কোনো স্ট্রাগল?

নাবিলা : স্ট্রাগল তো দূরের ব্যাপার, আমি আমার পুরো পরিবারের সাপোর্ট পেয়েছি। বন্ধুবান্ধবসহ সবার সাপোর্ট পেয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৯৬৩

ফুটবলে প্রথমবার দেখা গেল ‘গ্রিন কার্ড’, কীভাবে কাজ করবে?

ডাম্প ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

‘আকাশে মেঘ দেখলেই সবজির দাম বাড়ে’

রাজধানীতে বাস থামিয়ে গুলি, এরপর দিল আগুন

ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড

অফসাইড-হ্যান্ডবলের বিতর্ক মেটাতে আসছে বিশ্বকাপ বল ‘ট্রায়োন্ডা’

দোয়ার সময় এই মারাত্মক ভুল করছেন না তো? জেনে নিন

ভেনেজুয়েলার উপকূলের পাঁচটি মার্কিন যুদ্ধবিমান

বুক দিয়ে ঘানি টেনে সংসার চালান ষাটোর্ধ্ব দম্পতি

১০

বাংলাদেশের কাছে হারের মূল কারণ জানালেন রশিদ খান

১১

সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

১২

‘রাজনৈতিক সংকট সমাধান ফিফার কাজ নয়’

১৩

ইতিহাসের প্রথম জুমার জামাতে কতজন মুসল্লি ছিলেন?

১৪

সুরা পড়ে মারুফার জন্য দোয়া করেন মা

১৫

খুব অল্প সময়ে সৃজিতের ঘনিষ্ঠ বন্ধু হয়েছি: সুস্মিতা

১৬

হারামাইনে আজ জুমা পড়াবেন যারা

১৭

রেললাইনের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

১৮

সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ

১৯

যে কারণে মেয়েকে লোকচক্ষুর আড়ালে রাখেন রানি

২০
X