হলিউডের জনপ্রিয় জুটি জাস্টিন বিবার ও হেইলি ব্যাল্ডউইন। তাদের সংসারে এবার নতুন অতিথি আসছে। হলিউডভিত্তিক গণমাধ্যম এন্টারটেইনমেন্ট এমনটাই জানিয়েছে।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল যে অন্তঃসত্ত্বা হেইলি। এবার স্ত্রীর বেবিবাম্পের ছবি পোস্ট করে অনুরাগীদের সেই সুখবর নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন জাস্টিন বিবার।
কানাডিয়ান এ পপ তারকা শুধু বাবা হওয়ার সুখবরই দেননি, সন্তান আসার খুশিতে খ্রিস্টান রীতিনীতি অনুযায়ী ফাদারের সামনে দাঁড়িয়ে আবারও বিয়ে করেছেন। এরই মধ্যে নতুন অতিথির আগমনে বিবার পরিবারের আনন্দ বিরাজ করছে। ২০১৮ সালে অনেকটা চুপিসারেই বিয়ে করে নেন জাস্টিন-হেইলি। বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে তাদের বিবাহের কথা স্বীকার করেন এ তারকা জুটি। আর বিয়ের ছয় বছর পর অবশেষে পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন জাস্টিন।