মহিউদ্দিন মাহি
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৩:৪৩ এএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ১১:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

অল্প হোক কিন্তু ভালো হোক: তানজিকা আমিন

অল্প হোক কিন্তু ভালো হোক
অল্প হোক কিন্তু ভালো হোক

অভিনেত্রী ও মডেল তানজিকা আমিন। রুপালি পর্দা দিয়ে দেশের বিনোদন অঙ্গনে পরিচিতি পেয়েছিলেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘বকুল ফুলের মালা’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন নায়ক রিয়াজ। এরপর সেভাবে আর বড় পর্দায় দেখা না গেলেও ব্যস্ত আছেন ছোট পর্দা নিয়ে। এরই মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য নাটক ও ডিজিটাল কনটেন্ট।

সম্প্রতি তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘কালপুরুষ’-এ। সালজার রহমানের পরিচালনায় সিরিজে তানজিকার চরিত্রের নাম নোভা। এটিতে তিনি অভিনয় করেছেন এফ এস নাঈমের বিপরীতে। এরই মধ্যে সিরিজটি দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

তানজিকা আমিন সবসময়ই বেছে কাজ করার চেষ্টা করেন। সেই চেষ্টা নিয়েই অভিনেত্রী কালবেলাকে বলেন, ‘আমি সবসময়ই বেছে কাজ করার চেষ্টা করি। গল্পকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজে যুক্ত হওয়াই আমার অভ্যাস। যে কারণে আগে ঈদ কেন্দ্র করে অনেক কাজ করতাম, এখন সেটা করা হয় না। তারপরও অনুরোধের কারণে অনেক কাজ করা হয়। কিন্তু পছন্দ না হলে আমার আসলেই নতুন কোনো প্রজেক্টে যুক্ত হওয়া হয় না।’

এরপর ‘কালপুরুষ’ ওয়েব সিরিজ নিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘সম্প্রতি ওটিটিতে আমার ‘কালপুরুষ’ ওয়েব সিরিজটি প্রচার হয়েছে। যেখানে আমার উপস্থিতি কিন্তু খুব বেশি না। কিন্তু আমার চরিত্রটি দর্শকমহলে প্রশংসিত হয়েছে। এটাই আমার চাওয়া। আমার কথা হচ্ছে অল্প হোক কিন্তু ভালো হোক। আমি কখনো প্রধান চরিত্র নিয়ে ভাবি না। কারণ কাজ করার আগে একটি বিষয় আমার মাথায় থাকে। সেটি হচ্ছে প্রধান চরিত্রে অভিনয় করলাম, কিন্তু আমার কারণে গোটা কনটেন্ট দর্শকপ্রিয়তা হারাল। আমি সেটি কখনো চাই না। অভিনয় আমি হৃদয় দিয়ে করি। তাই সবসময়ই চাই কাজটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিক। সব কাজই ভালো হবে সেটাও কিন্তু নয়। তবে আমার কারণে কোনো কাজ খারাপ হোক, সেটা না হলেই আমি খুশি।’

এ সময় বড় পর্দায় অভিনয় নিয়ে তানজিকা আমিন আরও বলেন, ‘বড় পর্দা দিয়েই কিন্তু আমার অভিনয় শুরু। এরপর রুপালি পর্দায় অভিনয়ের জন্য আমার কাছে অনেক অফার আশে। সব গল্পই যে ভালো তা কিন্তু নয়। আমি একটু আমার বয়স অনুযায়ী ভালো গল্পের অপেক্ষায় আছি। এমন কিছু পেলে অবশ্যই সিনেমায় দর্শক আমাকে নিয়মিত দেখবে। কারণ সিনেমায় অভিনয় করা সবসময়ই আনন্দের। তবে হ্যাঁ, নাটকে চাইলেই আমরা একটু নরমাল গল্পে কাজ করতে পারি। কিন্তু আমার কাছে সিনেমা মানে কাজের সর্বোচ্চ পরিচয়। সে ক্ষেত্রে আমি চাইলেই হুটহাট সিনেমায় অভিনয় করলে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা হারাতে হবে। সেটি আমি চাই না। তাই অপেক্ষা করছি।’

তানজিকা বর্তমানে দেশের প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী। বিনোদন জগতে তার পদার্পণ হয় ২০০৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। প্রথম রানারআপ হয়ে নির্মাতাদের নজরে আসেন এ অভিনেত্রী। এখন দাপটের সঙ্গে কাজ করছেন নাটক, ওয়েব সিরিজে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন আইনপ্রণেতাদের প্রতি রেজা পাহলভির বার্তা

জুলাই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব : সালাহউদ্দিন আহমদ

সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

ইরানে মাত্র দুদিনের বিচারে মৃত্যুদণ্ড হওয়া কে এই এরফান?

হাঁস কিনতে গিয়ে প্রতারণার শিকার পুলিশ সুপার

দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াত প্রার্থীর বাসার সামনে ককটেল হামলা

যে কারণে স্থগিত হলো ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

বিবিসি বাংলার প্রতিবেদন / বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কায় কলকাতা

সীমান্ত দিয়ে ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

১০

শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন নুরুদ্দিন অপু

১১

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭

১২

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত 

১৩

শিপিং করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে : প্রধান উপদেষ্টা 

১৪

ঢাকার তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

১৫

জামায়াত প্রার্থীর সভায় আ.লীগ নেতার বক্তব্য

১৬

রাফসান-জেফারের বিয়ের ছবি প্রকাশ্যে

১৭

স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও

১৮

ক্ষমা চাইলেন সিমিওনে

১৯

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা মশিউর গ্রেপ্তার

২০
X