কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ঐতিহ্য প্রকাশিত ‘আবিদ আজাদ-রচনাবলি’র প্রকাশনা অনুষ্ঠান

ঐতিহ্য প্রকাশিত ৪ খণ্ড ‘আবিদ আজাদ-রচনাবলি’র প্রকাশনা অনুষ্ঠান। ছবি : কালবেলা
ঐতিহ্য প্রকাশিত ৪ খণ্ড ‘আবিদ আজাদ-রচনাবলি’র প্রকাশনা অনুষ্ঠান। ছবি : কালবেলা

কবি আবিদ আজাদ বাংলা কবিতায় এক অবিস্মরণীয় নাম। তিনি ‘ঘাসের ঘটনা’ বই দিয়ে যে সাহসী যাত্রা শুরু করেন তা ক্রমেই বিস্তৃত হয়েছে স্বাদেশিক ও বৈশ্বিক নানা অনুষঙ্গে। ভাটিবাংলার মানুষের নাজুক হৃদয় থেকে সমাজরাষ্ট্রের ভাঙাগড়া তার কবিতায় নতুন দিশা লাভ করেছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’-এর দুই যুগপূর্তির ধারাবাহিকতায় ২০২৪ বরেণ্য কবি, গদ্যকার ও শিল্পতরু পত্রিকার প্রয়াত সম্পাদক আবিদ আজাদের ৭২তম জন্মবার্ষিকীতে ‘ঐতিহ্য’ প্রকাশিত ৪ খণ্ড ‘আবিদ আজাদ-রচনাবলি’র প্রকাশনা অনুষ্ঠানে আলোচকরা একথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঐতিহ্যর প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম। কবি-পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কবিপুত্র সাংবাদিক তাইমুর রশীদ এবং আলোচনায় অংশ নেন, আবিদ আজাদ গবেষক ড. লোপামুদ্রা রহমান, কবি ও সাংবাদিক জুননু রাইন এবং কবি ফারুক সুমন। আবিদ আজাদের কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী মাহমুদুল হাকিম তানভীর। অনুষ্ঠানে তাইমুর রশীদ সম্পাদিত, ঐতিহ্য প্রকাশিত ০৪ খণ্ড ‘আবিদ আজাদ– রচনাবলি’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

আরিফুর রহমান নাইম বলেন, দুই যুগপূর্তিতে দাঁড়িয়ে এটা বলতে পারি, ঐতিহ্য যেমন প্রকাশনা ব্যবসা করে তেমনি নিজ সামর্থ্য অনুযায়ী বাংলা সাহিত্যের সেবা করার চেষ্টাও করে যাচ্ছে। এজন্য আমরা আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, আবুল হাসান, মুস্তফা আনোয়ার, আবিদ আজাদের মতো কবিদের পূর্ণাঙ্গ রচনাবলি প্রকাশের পাশাপাশি নাসিমা সুলতানা, সাবদার সিদ্দিকের মতো ভুলে যেতে বসা কবিদের বইপত্র নতুন করে পাঠকের সামনে হাজির করার চেষ্টা করছি।

ঐতিহ্য আবিদ আজাদ রচনাবলির পাশাপাশি তার প্রথম কবিতাবই ‘ঘাসের ঘটনা’ এবং কবিতাবিষয়ক স্মৃতিগদ্যগ্রন্থ ‘কবিতার স্বপ্ন’ও নতুনভাবে প্রকাশ করেছে যা তরুণ পাঠকের মনে সাড়া জাগিয়েছে।

কবি আবিদ আজাদের পুত্র তাইমুর রশীদ বলেন, বাবার জন্মদিনে তার রচনাবলির প্রকাশনা উৎসব হচ্ছে- এটা আমাদের জন্য অনেক আনন্দের। আবিদ আজাদ শুধু তার পরিবারের নন, বাংলা সাহিত্যের সম্পদ। তাকে স্মরণ করে এই অনুষ্ঠান আয়োজনের জন্য ঐতিহ্যর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি।

আলোচকরা বলেন, এদেশের মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে আবিদ আজাদ সার্থকভাবে তার কবিতায় ধারণ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য রাজনৈতিক সংকীর্ণতায় আবিদ আজাদ তার প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত হয়েছেন। তবে আশার কথা, এদেশের তরুণ কবি-লেখকরা আবিদ আজাদকে পাঠ করছেন এবং এমন একজন শক্তিমান কবিকে আবিষ্কার করে বিস্মিত হচ্ছেন। আবিদ আজাদ কবিতায় চিরতারুণ্যের প্রতীক ছিলেন এবং আজ দৃপ্ত তারুণ্যের হাতেই তার মূল্যায়ন রচিত হচ্ছে।

আলোচকরা আরও বলেন, ‘ঐতিহ্য’ রচনাবলি প্রকাশ করে সমগ্র আবিদ আজাদকে পাঠের সুযোগ করে দিয়েছে, এজন্য বাংলাভাষী পাঠকের পক্ষ থেকে আমরা ঐতিহ্যকে ধন্যবাদ জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

আবারও একসঙ্গে দেব-শুভশ্রী

সেলিমুজ্জামান সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেয়া পায়েলকে

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

মানসিক স্বাস্থ্য ভালো রাখার কিছু দৈনন্দিন অভ্যাস

নারায়ণগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের মনোনয়নপত্র স্থগিত ‎

সেই ব্যবসায়ীর মৃত্যুতে নুরুদ্দিন অপুর শোক

তাসনিম জারার মনোনয়ন বাতিল

ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১০

এক্স ও গ্রোককে ৭২ ঘণ্টার আলটিমেটাম ভারতের

১১

মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশ

১২

কাবাডির ফাইনালে বিজিবি-সেনাবাহিনী, আনসার-পুলিশ

১৩

ছুরিকাঘাত ও আগুনে দগ্ধ সেই ব্যবসায়ীর মৃত্যু

১৪

১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১৫

বাংলাদেশে সবচেয়ে বেশি শীত কবে পড়েছিল

১৬

সমীকরণ মিললে এই বছর পাঁচবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান!

১৭

সিনেমায় আবারও জুটি হচ্ছেন রানি-অক্ষয়

১৮

৮৪ জনের প্রার্থিতা বাতিল, কে কোন দলের

১৯

লেবাননে স্থল অভিযান চালাতে পারে ইসরায়েল

২০
X