১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বইমেলায় আসছে সৃজনশীল লেখক, কবি ও সাংবাদিক মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ 'মায়াতন্ত্র'। বইটি প্রকাশিত হচ্ছে শ্রাবণ প্রকাশনী থেকে। মায়াতন্ত্র'র প্রচ্ছদ এঁকেছেন রাজিব রায়। এতে ৭০টির মতো কবিতা থাকছে। এর মধ্যে বেশিরভাগ কবিতাই প্রেমের।
নতুন কাব্যগ্রন্থ প্রসঙ্গে কবি মিজান মালিক বলেন, প্রতিটি মানুষেরই কিছু শখের মানুষ থাকে। তাদের প্রতি অতুল মায়াও থাকে। অনুভূতির উঠোনে একটু যত্ন পেলে তুলতুলে নরম হয়ে ওঠার অজস্র গল্প আছে। অপরদিকে বাস্তবতার সড়কে আক্রান্ত মানুষ, অন্যের প্রতি কোমল ভালোবাসার ভিটায় যখন শ্লেষের চারা লাগায়, তখন সে ভিড় থেকে বেরিয়ে আলাদা হয়ে যায়। বিষণ্ণ মন খুঁজে প্রশান্তি। কখনো বৃষ্টির প্রার্থনায়, সন্ধ্যা তারার মাঝে। মেঘও হয়ে ওঠে অভিমানের পারদ। যদি বৃষ্টি না ঝরায়। কবিতায় মানুষের আকুল মনের নানামুখী তৎপরতা ওঠে এসেছে।
তিনি বলেন, মায়াতন্ত্র'র কবিতার শরীর শৈলীতে প্রেম, আশা-নিরাশা, কাছে পাওয়া কিংবা দূরত্বের শঙ্কা আবার কখনো দোটানা আশ্রয় নিয়েছে বেশ। বলা চলে এই কাব্যগ্রন্থের বড় একটা জায়গা দখলে রেখেছে প্রেম, ভালোবাসা বিরহব্যথার অমীমাংসিত রহস্য। পাশাপাশি জীবনপাতার ওপর কুয়াশা ঝরে পড়াও পেয়েছে জায়গা। তবে সেটিও মুখ্য হয়ে উঠতে পারেনি, কাব্যগ্রন্থের রোমান্টিক কবিতার দাপটের কাছে। এর প্রতিটি কবিতা যেন বিদ্যমান সময়ের একেকটা বৃক্ষ। যার ছায়ায় একটু জিরিয়ে নিতে চাইবে সবাই।
এর আগে, ২০২০ সালে লেখক সাংবাদিক মিজান মালিকের প্রথম কাব্যগ্রন্থ 'গল্প ছাড়া মলাট' প্রকাশ করেছিল ঐতিহ্য প্রকাশনী। সে বছর মেলায় বইটি বেশ সাড়া ফেলে। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মন খারাপের পোস্টার' প্রকাশ পেয়েছিল ২০২১ সালে। এই সময় প্রকাশনা বের করেছিল এটি। তার দুটো কাব্যগ্রন্থই পাঠকপ্রিয়তা পেয়েছিল। আশা করা যাচ্ছে, মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ 'মায়াতন্ত্র'ও পাঠকের মনে জায়গা করে নিতে পারবে।
মন্তব্য করুন