যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ভারতের ব্যাঙ্গালুরেতে জি২০ সম্মেলনে যুক্তরাজ্যের বিজ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী পল স্কুলির সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান পলক। রোববার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইসিটি বিভাগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জি২০ সম্মেলনে গত শনিবার (১৯ আগস্ট) উভয়পক্ষের মধ্যে এই সাক্ষাৎপর্ব আয়োজিত হয়। এ সময় তারা দুদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, ক্যাশলেস ইকোনমি, স্টার্টআপ বিনিময়, বিটুবি ম্যাচমেকিংয়ের মতো দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সবার উপকারে আসে এমন একটি ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করার জন্য তারা একমত পোষণ করেন। প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশ পরিদর্শন এবং বিনিয়োগের জন্য আহ্বান জানান।
এ ছাড়া তিনি সিঙ্গাপুরের যোগাযোগ ও তথ্যমন্ত্রী জোসেফাইন টিও, নেদারল্যান্ডের ইন্টেরিয়র অ্যান্ড কিংডমবিষয়ক স্টেট সেক্রেটারি আলেকজান্দ্রা কার্লা ভ্যান হাফেলেন, ইউএনডিপির সহকারী সেক্রেটারি জেনারেল উলরিকা মোদেরসহ জি২০ ভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।
মন্তব্য করুন