কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দুটি শ্রেষ্ঠ পুরস্কার পেলো কাজী অ্যান্ড কাজী টি 

পুরস্কার গ্রহণকালে কাজী ইনাম আহমেদ। ছবি : কালবেলা
পুরস্কার গ্রহণকালে কাজী ইনাম আহমেদ। ছবি : কালবেলা

ক্ষুদ্রায়তন চা চাষ, উৎপাদন, বিপণনকে উৎসাহিত করতে পঞ্চম ‘জাতীয় চা পুরস্কার ২০২৫’ প্রদান করেছে সরকার। আটটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। এ বছর ‘বৈচিত্র্যময় চা’ বাজারজাত এবং ‘দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা’ মোড়ক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হিসেবে দুটি পুরস্কার পেয়েছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ।

বুধবার (২১ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের হাত থেকে পুরস্কার দুটি গ্রহণ করেন কাজী ইনাম আহমেদ। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন। অন্য ছয়টি ক্যাটাগরি ছাড়াও দুটি বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।

একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ডিনস্টন চা বাগান। সর্বোচ্চ গুণগত চা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে মধুপুর চা বাগান। শ্রেষ্ঠ চা রফতানিকারক হয়েছে দি কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেড ফিনলে।

শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী হয়েছেন পঞ্চগড়ের এবিএম আখতারুজ্জামান। শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান নির্বাচিত হয়েছে মির্জাপুর চা বাগান। শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী (শ্রমিক সম্পর্কিত পুরস্কার) পেয়েছেন নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার। এছাড়া এ বছর সর্বোচ্চ চা উৎপাদনকারী বটলিফ চা কারখানা ক্যাটাগরি এবং সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বটলিফ চা কারখানা ক্যাটাগরিতে দুটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আট ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়। এছাড়াও জাতীয় চা দিবস উপলক্ষে এ বছর সর্বোচ্চ চা উৎপাদনকারী কারখানা ক্যাটাগরিতে দুটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

এর আগে বেলুন উড়িয়ে পঞ্চম জাতীয় চা দিবসের কর্মসূচি উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। পরে তিনি চা মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহ মইনুদ্দিন হাসান, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান, জাতীয় চা পুরস্কার ২০২৪ বিজয়ী চা শ্রমিক জেসমিন আক্তার এবং চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নৃপেন পাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমনি এমনিই ইনকিলাব হয়ে ওঠেনি : জুমা

রাতের আঁধারে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা

বাংলাদেশকে সুখবর দিল কুয়েত

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের অনুদানের আবেদন শুরু

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মান্নাকে সিসিইউতে স্থানান্তর

শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা

জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া নিয়ে যা বললেন আসিফ

‘রাজনীতি মানে সেবা এই দর্শন প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’

নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো : হাবিব

১০

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

১১

নাগরিক শোকসভায় গণমাধ্যমকর্মী লাঞ্ছিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

১২

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

১৩

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

১৪

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

১৫

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

১৬

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

১৭

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

১৮

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

১৯

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

২০
X