কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

স্বর্ণের দামে রেকর্ড পরিবর্তন, অবাক ব্যবসায়ীরাও

দোকানে সাজিয়ে রাখা স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত
দোকানে সাজিয়ে রাখা স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে মাসের দ্বিতীয় দিনেও স্বর্ণের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ে তা নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রতি আউন্সে স্বর্ণের দাম ৩,৫০০ ডলার ছাড়িয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

কারণ হিসেবে বলা হচ্ছে, দুর্বল ডলার এবং সেপ্টেম্বরে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা মূল্যবান ধাতুটির আকর্ষণ বাড়িয়েছে। চরম এ চাহিদা তৈরি এবং রেকর্ড দামে স্বর্ণ ব্যবসায়ীরাও অবাক। নতুন দামের ফলে যারা এ ধাতুতে বিনিয়োগ করতে চাচ্ছেন তারাও কিছুটা ধাক্কা খেয়েছেন।

রয়টার্স জানায়, আজ দিনের শুরুতে রেকর্ড সর্বোচ্চ ৩,৫০৮.৫০ ডলার ছুঁয়েছিল। এই বছর এখন পর্যন্ত বুলিয়ান ৩৩% বেড়েছে। তবে দিনের মধ্যভাগে স্পট গোল্ড ০.৬% বেড়ে প্রতি আউন্সে ৩,৪৯৬ ডলারে দাঁড়িয়েছে।

ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ১.৪% বেড়ে ৩,৫৬৫.৫০ ডলার হয়েছে।

আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, দুর্বল অর্থনৈতিক পটভূমি এবং মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা মূল্যবান ধাতুর বাজার চাঙা করার পেছনের একটি কারণ। আরেকটি কারণ হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত পরিবর্তনের প্রভাবে ডলারের সম্পদে আস্থার সংকট বৃদ্ধি পাচ্ছে।

সিটি ইনডেক্সের বিশ্লেষক ম্যাট সিম্পসন জানিয়েছেন, ‘ফেডারেল রিজার্ভ (ফেড) ব্যাংক অব সান ফ্রান্সিসকোর প্রেসিডেন্ট মেরি ডেলির ডোভিশের মন্তব্যের কারণে ব্যবসায়ীরা মার্কিন ব্যক্তিগত খরচের রিপোর্টের প্রভাব সামলাতে পেরেছেন। এর ফলে এই মাসে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা খুলে গেছে। এ ছাড়া মার্কিন আপিল আদালত ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ শুল্ককে অবৈধ ঘোষণা করায় ডলারের ওপর চাপ বাড়েছে। ফলে স্বর্ণের দাম বেড়েছে।

তথ্য বলছে, মার্কিন ব্যক্তিগত খরচের মূল্যসূচক মাসে ০.২ শতাংশ ও বছরে ২.৬ শতাংশ বেড়েছে, যা প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সান ফ্রান্সিসকো ফেড ব্যাংকের সভাপতি মেরি ডেলিও শ্রমবাজারের ঝুঁকি বিবেচনা করে সুদের হার কমানোর পক্ষে সমর্থন জানিয়েছেন।

এদিকে বাংলাদেশের বাজারে দুদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। দেশের বাজারে স্বর্ণের নতুন এ দাম আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ মোটরযানের বিরুদ্ধে অভিযান

জাগপা সভাপতি খন্দকার লুৎফরের শারীরিক অবস্থার উন্নতি

আগামী পাঁচদিন যেসব এলাকায় হতে পারে ভারী বৃষ্টি 

জীবন সংগ্রামী শতবর্ষী বৃদ্ধার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের ডিসি

নির্বাচন ফেব্রুয়ারিতেই, অন্য দেশের থাবার সুযোগ যেন না থাকে : প্রধান উপদেষ্টা

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম

হঠাৎ তেঁতুলিয়ার আকাশে ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা!

শিবিরের বিরুদ্ধে ‘সিন্ডিকেটেড প্রোপাগান্ডা’ চালানো হচ্ছে : সাদিক কায়েম

২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত

চবিতে সংঘর্ষ : জরুরি সিন্ডিকেট সভায় ১২ সিদ্ধান্ত

১০

ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কর্মচারীকে রক্তাক্ত করল মালিকের ছেলে

১১

ভয়াবহতার রেশ না কাটতেই ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১২

ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চট্টগ্রামে

১৩

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

১৪

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

১৫

বিরোধীরা আমার মৃত মাকে গালিগালাজ করেছে : মোদি

১৬

মাসোহারা দিয়ে মুক্তিযোদ্ধাদের মুখ বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা : টুকু

১৭

সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শঙ্কা কাটবে না : মঞ্জু

১৮

স্পনসর ছাড়াই এশিয়া কাপে নামতে পারে ভারত

১৯

নীলফামারীতে শ্রমিক হত্যায় জামায়াতের বিবৃতি

২০
X