মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৯:৩৫ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

পোশাক কারখানাতে নিয়োগ বন্ধ, মামলার নির্দেশ

বিজিএমইএ ভবন। ছবি : কালবলো
বিজিএমইএ ভবন। ছবি : কালবলো

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সমস্যা সামনে এনে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের সব ধরনের নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ ঘোষণা করেছে খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ।

পাশাপাশি নতুন ন্যূনতম মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে আন্দোলনরতদের দ্বারা ক্ষতিগ্রস্ত কারখানা মালিকদের মামলা করার নির্দেশনা দিয়েছে সংগঠনটি।

গতকাল বৃহস্পতিবার বিজিএমইএর নীতিনির্ধারণী পর্যায়ের এক সভা থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র তথ্য নিশ্চিত করেছে। সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। সভায় সুনির্দিষ্ট চারটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সব কারখানা মালিকদের বিশেষভাবে অনুরোধ করেছেন ফারুক হাসান।

বিজিএমইএ জানিয়েছে, কোভিড অতিমারী পরবর্তী পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ইসরায়েল- ফিলিস্তিন যুদ্ধ ইত্যাদি কারণে অর্ডার কমে যাওয়া এবং সম্প্রতিককালে শ্রমিক অসন্তোষ, কারখানার কাজ বন্ধ, শ্রমিক-কর্মচারীদের মারধর, অগ্নিসংযোগ, ভাঙচুর, মালামাল লুটপাট ইত্যাদি জটিল পরিস্থিতির কারণে গত ৯ নভেম্বর বিজিএমইএতে পোশাকশিল্প মালিকদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রাক্তন সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, প্রাক্তন সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বিজিএমইএর সিনিয়র সহসভাপতি এসএম মান্নান (কচি), এ ছাড়া অন্যান্য সহসভাপতি ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

বিজিএমইএর ৪ সিদ্ধান্ত

(১) এখন থেকে বাংলাদেশে অবস্থিত সব পোশাকশিল্প কারখানাতে সব ধরনের নতুন নিয়োগ বন্ধ থাকবে। প্রতিটি কারখানার গেটে নিয়োগ বন্ধ কথাটি লিখে ব্যানার টাঙিয়ে দিতে হবে।

(২) যেসব কারখানায় অগ্নিসংযোগ, ভাঙচুর বা মারামারির ঘটনা সংঘটিত হয়েছে, সে সকল কারখানা কর্তৃপক্ষকে নিকটস্থ থানায় প্রমাণস্বরূপ ছবি ও ভিডিও ফুটেজসহ মামলা রুজু করতে হবে। এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিগণের নাম জানা না থাকলে অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা রুজু করা যাবে। মামলা করার সাথে সাথে এর একটি কপি মেজর মো. সাইফুল ইসলাম, পিএসসি, সিএসসিএম (অব.), সিনিয়র অতিরিক্ত সচিব বিজিএমইএর নিকট প্রেরণ করতে হবে।

(৩) যেসব কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ করা থেকে বিরত থাকবে বা কারখানা ছেড়ে বেরিয়ে যাবে, সেসব কারখানার মালিক বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১৩(১) এর বিধান মোতাবেক কারখানা বন্ধ করে দেবেন।

(৪) যেসব কারখানায় অগ্নিসংযোগ, ভাঙচুর বা মারামারির ঘটনা সংঘটিত হয়েছে, সেসব ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ (যদি থাকে) অতিসত্বর মো. জাকারিয়া, সিনিয়র সিস্টেম এনালিস্ট বিজিএমইএর নিকট প্রেরণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ বছরের দুর্ভোগ থেকে মুক্তি চায় গাজীপুরবাসী

সুন্দরবনে ভেসে গিয়ে বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

১০

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

১১

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকার / এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

১২

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

১৩

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক

১৫

৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

১৬

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

১৭

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, কীভাবে?

১৮

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

১৯

অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের মামলায় লিপটন কারাগারে 

২০
X