কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২০ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অনিয়মের দায়ে ফিনিক্স ফাইন্যান্সের এমডিকে অপসারণ

ফিনিক্স ফাইন্যান্সের লোগো
ফিনিক্স ফাইন্যান্সের লোগো

ঋণ অনিয়ম ও আমানতকারীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রমাণ পাওয়ায় ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে ইন্তেখাব আলমকে সাময়িক অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে একটি চিঠি দেয়।

চিঠিতে বলা হয়, ঋণ অনিয়মে সঙ্গে ইন্তেখাব আলমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এটা আমানতকারীদের স্বার্থে বিরূপ প্রভাপ ফেলছে। তাই ইন্তেখাব আলমকে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তাকে বরখাস্ত করার পর প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। ২০০৮ সাল থেকে টানা ১৬ বছর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইন্তেখাব আলম দায়িত্ব পালন করে এসেছিলেন। প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার করতে আর্থিক প্রতিষ্ঠানের বিধান অনুযায়ী নতুন একজন প্রধান নির্বাহী নিয়োগ করতে বলা হয়। জানা যায়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টোমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি) হতে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ওপর বিশেষ পরিদর্শন চালানো হয়। পরিদর্শনে ইন্তেখাব আলমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাদের দ্বারা সংঘটিত নানা অনিয়মের তথ্য বেরিয়ে আসে। ঋণ অনিয়ম ও আমানতকারীদের অর্থ ফেরত না দেয়ার মতোও ঘটনা ঘটে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির গত মার্চ শেষে ঋণ স্থিতি দাঁড়িয়েছে ২ হাজার ৬৯৯ কোটি টাকা। এর মধ্যে ৯৬৭ কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে, যা মোট ঋণের ৩৫ দশমিক ৮৩ শতাংশ। একই সময়ে প্রতিষ্ঠানটির প্রভিশন বা নিরাপত্তা সঞ্ঝিত ঘাটতি দাঁড়িয়েছে ২১ কোটি টাকার বেশি।

জানা যায়, ২০২০ সালের পর প্রতিষ্ঠানটির আর্থিক পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যেতে শুরু করে। প্রতিষ্ঠানটি থেকে নামে-বেনামে ঋণ বের করে নেওয়ায় তা আর ফেরত আসছে না। গত দুই বছর টানা লোকসানে রয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আর্থিক খাতের যত অনিয়ম কেন্দ্রীয় ব্যাংক পেয়েছে, তার বেশির ভাগের ক্ষেত্রে আইন লঙ্ঘন করে জামানতবিহীন কিংবা ভুয়া জামানতের বিপরীতে ঋণ দেওয়ার তথ্য মিলেছে। অনেক ক্ষেত্রে জামানত নিলেও তা অতি মূল্যায়ন করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ভুয়া গ্যারান্টির বিপরীতে ঋণ দেওয়া হয়েছে। এসব কারণে ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না অনেক প্রতিষ্ঠান। এ তালিকার প্রথম দিকেই আছে ফিনিক্স ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির আর্থিক পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশদ পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই পরিদর্শনেই এসব অনিয়মে এমডির সম্পৃক্ততা পায় বাংলাদেশ ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসি-পচা মাংস দিয়ে বিরিয়ানি, ২ লাখ টাকা জরিমানা

আট বছরেও হয়নি শিশু হাসপাতাল নির্মাণের অর্ধেক কাজ

ভুল বালিশে শুয়েই খারাপ হচ্ছে আপনার ফুসফুস! জানুন কীভাবে

টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম

রাত থেকে যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে ভোটার নিবন্ধন শুরু

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক

সীমান্তের কাঁটাতারের বেড়া কাটতে গিয়ে চোরাকারবারি ধরা

আলেমরাই পারেন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে : ড. কাইয়ুম

মার্কিন সন্ত্রাসী তালিকায় আরও এক সংগঠন

এক নামের সবাইকে কি মাফ করে দেওয়া হবে? যা বলছেন বিশেষজ্ঞ

১০

নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ অবৈধ : ডিসি কামরুল হাসান

১১

সি-স্যুট সম্মাননা পেলেন নেসলে বাংলাদেশের পরিচালক এএসএম হাফিজুল

১২

চিরনিদ্রায় ধর্মেন্দ্র

১৩

বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১৪

প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ

১৫

ঘুষের অভিযোগ / দুদকের শুনানিতে বিআরটিএ পরিদর্শক বরখাস্ত

১৬

চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন

১৭

সুন্দরবনে ৪ জেলে অপহৃত, মুক্তিপণ দিয়ে ফিরলেন একজন

১৮

নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

১৯

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি সাদা দলের শিক্ষকদের

২০
X