কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২০ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অনিয়মের দায়ে ফিনিক্স ফাইন্যান্সের এমডিকে অপসারণ

ফিনিক্স ফাইন্যান্সের লোগো
ফিনিক্স ফাইন্যান্সের লোগো

ঋণ অনিয়ম ও আমানতকারীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রমাণ পাওয়ায় ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে ইন্তেখাব আলমকে সাময়িক অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে একটি চিঠি দেয়।

চিঠিতে বলা হয়, ঋণ অনিয়মে সঙ্গে ইন্তেখাব আলমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এটা আমানতকারীদের স্বার্থে বিরূপ প্রভাপ ফেলছে। তাই ইন্তেখাব আলমকে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তাকে বরখাস্ত করার পর প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। ২০০৮ সাল থেকে টানা ১৬ বছর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইন্তেখাব আলম দায়িত্ব পালন করে এসেছিলেন। প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার করতে আর্থিক প্রতিষ্ঠানের বিধান অনুযায়ী নতুন একজন প্রধান নির্বাহী নিয়োগ করতে বলা হয়। জানা যায়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টোমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি) হতে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ওপর বিশেষ পরিদর্শন চালানো হয়। পরিদর্শনে ইন্তেখাব আলমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাদের দ্বারা সংঘটিত নানা অনিয়মের তথ্য বেরিয়ে আসে। ঋণ অনিয়ম ও আমানতকারীদের অর্থ ফেরত না দেয়ার মতোও ঘটনা ঘটে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির গত মার্চ শেষে ঋণ স্থিতি দাঁড়িয়েছে ২ হাজার ৬৯৯ কোটি টাকা। এর মধ্যে ৯৬৭ কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে, যা মোট ঋণের ৩৫ দশমিক ৮৩ শতাংশ। একই সময়ে প্রতিষ্ঠানটির প্রভিশন বা নিরাপত্তা সঞ্ঝিত ঘাটতি দাঁড়িয়েছে ২১ কোটি টাকার বেশি।

জানা যায়, ২০২০ সালের পর প্রতিষ্ঠানটির আর্থিক পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যেতে শুরু করে। প্রতিষ্ঠানটি থেকে নামে-বেনামে ঋণ বের করে নেওয়ায় তা আর ফেরত আসছে না। গত দুই বছর টানা লোকসানে রয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আর্থিক খাতের যত অনিয়ম কেন্দ্রীয় ব্যাংক পেয়েছে, তার বেশির ভাগের ক্ষেত্রে আইন লঙ্ঘন করে জামানতবিহীন কিংবা ভুয়া জামানতের বিপরীতে ঋণ দেওয়ার তথ্য মিলেছে। অনেক ক্ষেত্রে জামানত নিলেও তা অতি মূল্যায়ন করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ভুয়া গ্যারান্টির বিপরীতে ঋণ দেওয়া হয়েছে। এসব কারণে ঋণ আদায়ে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না অনেক প্রতিষ্ঠান। এ তালিকার প্রথম দিকেই আছে ফিনিক্স ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির আর্থিক পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশদ পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই পরিদর্শনেই এসব অনিয়মে এমডির সম্পৃক্ততা পায় বাংলাদেশ ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে ইসরায়েল, অভিযোগ ইরানের

ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু

ইউরোপীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

কোন ভিসায় স্থগিতাদেশ, জানাল যুক্তরাষ্ট্র

১১ দলীয় জোট ৪৭ আসনে প্রার্থী দেয়নি যে কারণে

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন আজ

কেন ১৪৭০৭ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি?

প্রার্থিতা পাননি মাহমুদা মিতু, যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় নির্বাচন / ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি : রবিন

১০

প্রার্থী নিয়ে বিভ্রান্তি, যা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

১১

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

১২

যেসব আসন পেয়েছে এনসিপি 

১৩

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

১৪

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

১৫

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

১৬

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

১৭

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

১৮

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

১৯

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

২০
X