বাংলাদেশ ব্যাংকের জেনারেল ও ক্যাশ সাইটের কর্মকর্তাদের পদবি পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সংস্থাটির ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এখন থেকে জেনারেল ও ক্যাশ সাইটের কারেন্সি অফিসারদের পদবি হবে নির্বাহী পরিচালক (কারেন্সি)। এখন থেকে প্রধান কার্যালয়ের সাথে দাপ্তরিক প্রয়োজনে পত্র, ইমেলসহ সবধরনের যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তিত পদনাম ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া মহাব্যবস্থাপক ক্যাশ হবে পরিচালক (ক্যাশ), উপমহাব্যবস্থাপক ক্যাশ হবে অতিরিক্ত পরিচালক (ক্যাশ), যুগ্ম ব্যবস্থাপক হবেন যুগ্ম পরিচালক, যুগ্ম ব্যবস্থাপক ক্যাশ হবেন যুগ্ম পরিচালক (ক্যাশ), উপব্যবস্থাপক হবেন উপপরিচালক, উপব্যবস্থাপক ক্যাশ হবেন উপপরিচালক (ক্যাশ), সহকারি ব্যবস্থাপক হবেন সহকারী পরিচালক এবং সহকারী ব্যবস্থাপক ক্যাশ হবেন সহকারী পরিচালক (ক্যাশ)।
মন্তব্য করুন