রাজধানীর রামপুরার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী জুয়েল মিয়া (২৬) ও স্ত্রী নাসরিন আক্তার (২২) দুজনেই দিনমজুর ছিলেন। পুলিশের ধারণা পরিবারের ‘অভাব অনটনের’ কারণেই দুজন একসঙ্গে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৬ জুলাই) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম কালবেলাকে নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম বলেন, স্বামী জুয়েল মিয়া মাটি কাটার কাজ করতেন। তার স্ত্রী নাসরিন আক্তার বাসা-বাড়িতে কাজ করতেন। আমরা ধারণা করছি অভাবে তাদের পারিবারিক অশান্তির কারণেই তারা দুজন একসঙ্গে আত্মহত্যা করেছেন। জুয়েল মিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ ও স্ত্রী নাসরিন আক্তারের বাড়ি কুড়িগ্রামে। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করেন। বিস্তারিত পরে জানা যাবে।
মৃতের প্রতিবেশী-স্বজনরা ধারণা করছেন, তারা দুজনে একই সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মন্তব্য করুন