সড়কে শৃঙ্খলা ফেরাতে স্বেচ্ছাসেবী আহ্বান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ মিরপুর। বুধবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ট্রাফিক বিভাগ মিরপুরের পক্ষ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, বেটার ট্রাফিক, বেটার কান্ট্রি স্লোগানকে সামনে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপে অংশগ্রহণ করুন, ট্রাফিক সমস্যা সমাধানে অংশীজন হোন!
এতে বলা হয়েছে, ট্রাফিক মিরপুর বিভাগের আওতাধীন (কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী, মাজাররোড, দারুসসালাম, মিরপুর-১, ২, ১০, ১১, ১২, ১৪, কালশী, কচুক্ষেত, কাজীপাড়া, শেওরাপাড়া, পল্লবী) এলাকায় যারা ট্রাফিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আগ্রহী, তারা গুগল ফরম এ আপনাদের নাম ও ঠিকানা দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন।
পোস্টে আরও বলা হয়েছে, মনে রাখতে হবে, এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী কার্যক্রম, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কাজটি করবো। এর সাথে অর্থনৈতিক প্রাপ্তির কোন সংশ্লিষ্টতা নাই।
মন্তব্য করুন