কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ
কর্মশালায় পিআইবির মহাপরিচালক

নিষ্ঠার সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান

কর্মশালায় বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। ছবি : কালবেলা
কর্মশালায় বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। ছবি : কালবেলা

সুশাসন সারা পৃথিবীতে আকাঙ্ক্ষিত শব্দ বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। তিনি বলেন, ‘সরকার সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। সেসব কাজের মধ্যে সেবা প্রদান প্রতিশ্রুতি, এনআইএস, জিআরএস, তথ্য অধিকার ও এপিএ।’

সমাজের অনাচার তুলে ধরতে ও ন্যায়-নিষ্ঠার সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালনের ওপর জোর দেন তিনি। এ ছাড়া সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের চিন্তার দিগন্ত উন্মোচনের ওপর গুরুত্ব আরোপ করেন।

আজ বুধবার ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। পিআইবির সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক জাফর ওয়াজেদ। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালকের (প্রশাসন) দায়িত্বে থাকা মো. জাকির হোসেন ও সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন।

কর্মশালার প্রধান আলোচক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস) মো. নজরুল ইসলাম সুশাসন নিশ্চিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। সমাজে প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান।

মো. জাকির হোসেন বলেন, ‘জাতির পিতা সাংবাদিকবান্ধব ছিলেন। এমনকি প্রজাতন্ত্রের সব কর্মচারীকে নিজের দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছিলেন।’

‘সুশাসনের সঙ্গে দুর্নীতির সম্পর্ক রয়েছে। সুশাসন থাকলে দুর্নীতি কমে যায়। তাই সুশাসন বাস্তবায়নে সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।’

কর্মশালায় এটিএন নিউজের প্রধান প্রতিবেদক আরাফাত সিদ্দিকী সাংবাদিকতার ধারা পাল্টে যাওয়া ও কর্মক্ষেত্রে সংবাদ পরিবেশনে বিভিন্ন বাধার কথা জানান। অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে দুর্নীতি কমিয়ে সুশাসনের রুদ্ধ পথ খুলে দেওয়া যায় বলে অভিমত ব্যক্ত করেন।

দৈনিক ইত্তেফাকে কর্মরত রাবেয়া হোসেন সমাজে দুর্নীতির মূল উৎপাটন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে কেবল টিভিসহ বিভিন্ন অনলাইন মাধ্যমের নিয়ন্ত্রণের ওপর জোর দেন। তিনি বলেন, এই মাধ্যমসমূহ অনেক সময় সমাজে বিভিন্ন দুর্নীতি করতে সহায়তা করে।

আলোচনায় জাগো নিউজের সহসম্পাদক আরাফাত সিদ্দিকী বলেন, ‘শাসন ও সুশাসন ব্যাপারটি রাষ্ট্রের বিভিন্ন কার্যকলাপের মধ্যে অন্যতম। একজন গণমাধ্যমকর্মীর ভূমিকায় রাষ্ট্রের অনেক কিছু পরিবর্তন, সংশোধন হতে পারে।’

অনুষ্ঠানে ঢাকায় বিভিন্ন দৈনিক পত্রিকা, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত ১৫ জন সাংবাদিক অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত অর্ধশতাধিক

গাজীপুরে তিতাসের গ্যাস লিকেজ, ৩০০ ফুট এলাকাজুড়ে আগুন

ভেনেজুয়েলা থেকে আসা তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

খালেদা জিয়ার মতো নেত্রী এ দেশে আর আসবেন না : শামা ওবায়েদ

যুবদল নেতাকে বহিষ্কার

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

১০

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

১১

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

১২

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

১৩

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৪

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

১৫

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

১৬

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১৭

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

১৮

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

১৯

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

২০
X