কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ
কর্মশালায় পিআইবির মহাপরিচালক

নিষ্ঠার সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান

কর্মশালায় বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। ছবি : কালবেলা
কর্মশালায় বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। ছবি : কালবেলা

সুশাসন সারা পৃথিবীতে আকাঙ্ক্ষিত শব্দ বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। তিনি বলেন, ‘সরকার সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। সেসব কাজের মধ্যে সেবা প্রদান প্রতিশ্রুতি, এনআইএস, জিআরএস, তথ্য অধিকার ও এপিএ।’

সমাজের অনাচার তুলে ধরতে ও ন্যায়-নিষ্ঠার সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালনের ওপর জোর দেন তিনি। এ ছাড়া সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের চিন্তার দিগন্ত উন্মোচনের ওপর গুরুত্ব আরোপ করেন।

আজ বুধবার ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। পিআইবির সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক জাফর ওয়াজেদ। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালকের (প্রশাসন) দায়িত্বে থাকা মো. জাকির হোসেন ও সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন।

কর্মশালার প্রধান আলোচক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস) মো. নজরুল ইসলাম সুশাসন নিশ্চিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। সমাজে প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান।

মো. জাকির হোসেন বলেন, ‘জাতির পিতা সাংবাদিকবান্ধব ছিলেন। এমনকি প্রজাতন্ত্রের সব কর্মচারীকে নিজের দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছিলেন।’

‘সুশাসনের সঙ্গে দুর্নীতির সম্পর্ক রয়েছে। সুশাসন থাকলে দুর্নীতি কমে যায়। তাই সুশাসন বাস্তবায়নে সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।’

কর্মশালায় এটিএন নিউজের প্রধান প্রতিবেদক আরাফাত সিদ্দিকী সাংবাদিকতার ধারা পাল্টে যাওয়া ও কর্মক্ষেত্রে সংবাদ পরিবেশনে বিভিন্ন বাধার কথা জানান। অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে দুর্নীতি কমিয়ে সুশাসনের রুদ্ধ পথ খুলে দেওয়া যায় বলে অভিমত ব্যক্ত করেন।

দৈনিক ইত্তেফাকে কর্মরত রাবেয়া হোসেন সমাজে দুর্নীতির মূল উৎপাটন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে কেবল টিভিসহ বিভিন্ন অনলাইন মাধ্যমের নিয়ন্ত্রণের ওপর জোর দেন। তিনি বলেন, এই মাধ্যমসমূহ অনেক সময় সমাজে বিভিন্ন দুর্নীতি করতে সহায়তা করে।

আলোচনায় জাগো নিউজের সহসম্পাদক আরাফাত সিদ্দিকী বলেন, ‘শাসন ও সুশাসন ব্যাপারটি রাষ্ট্রের বিভিন্ন কার্যকলাপের মধ্যে অন্যতম। একজন গণমাধ্যমকর্মীর ভূমিকায় রাষ্ট্রের অনেক কিছু পরিবর্তন, সংশোধন হতে পারে।’

অনুষ্ঠানে ঢাকায় বিভিন্ন দৈনিক পত্রিকা, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত ১৫ জন সাংবাদিক অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক জোড়া লাউ বিক্রি ১৮ হাজার টাকায়

সাগরে ব্যাপক মহড়া পাকিস্তানের, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান

সংসার ভাঙার খবরে যা বললেন তাহসান

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

ইসিতে আপিলের প্রথম দিন ১৬ জনের প্রার্থিতা বাতিল

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের ভেঙে দেওয়ার ঘোষণা মহাসচিবের

ড. ফয়জুল হককে শোকজ

গত ১৭ বছর খেলাধুলাকেও রাজনীতিকরণ করা হয়েছিল : দুলু

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জামায়াত নেতাকে জরিমানা

১০

দুধ চা ছাড়া চলেই না? জানুন নিয়মিত খেলে শরীরে কী হতে পারে

১১

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

১২

‘দলীয় পুলিশ’ থেকে স্ব-মহিমায় ফেরার অঙ্গীকার আইজিপির

১৩

সংসার ভাঙছে তাহসান–রোজার

১৪

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাগপার রাশেদ প্রধান

১৫

বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস

১৬

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের চতুর্থ এজিএম অনুষ্ঠিত

১৭

খালেদা জিয়ার দেশপ্রেম ও আপসহীনতাই আমাদের আদর্শ : ইশরাক

১৮

মাদুরোর মতো পুতিনকেও তুলে নেওয়ার প্রস্তাবে যা বললেন ট্রাম্প

১৯

মাদ্রাসা কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা, তালিকা চেয়েছে সরকার 

২০
X