কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ
কর্মশালায় পিআইবির মহাপরিচালক

নিষ্ঠার সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান

কর্মশালায় বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। ছবি : কালবেলা
কর্মশালায় বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। ছবি : কালবেলা

সুশাসন সারা পৃথিবীতে আকাঙ্ক্ষিত শব্দ বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। তিনি বলেন, ‘সরকার সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। সেসব কাজের মধ্যে সেবা প্রদান প্রতিশ্রুতি, এনআইএস, জিআরএস, তথ্য অধিকার ও এপিএ।’

সমাজের অনাচার তুলে ধরতে ও ন্যায়-নিষ্ঠার সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালনের ওপর জোর দেন তিনি। এ ছাড়া সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের চিন্তার দিগন্ত উন্মোচনের ওপর গুরুত্ব আরোপ করেন।

আজ বুধবার ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। পিআইবির সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক জাফর ওয়াজেদ। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালকের (প্রশাসন) দায়িত্বে থাকা মো. জাকির হোসেন ও সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন।

কর্মশালার প্রধান আলোচক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস) মো. নজরুল ইসলাম সুশাসন নিশ্চিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। সমাজে প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান।

মো. জাকির হোসেন বলেন, ‘জাতির পিতা সাংবাদিকবান্ধব ছিলেন। এমনকি প্রজাতন্ত্রের সব কর্মচারীকে নিজের দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছিলেন।’

‘সুশাসনের সঙ্গে দুর্নীতির সম্পর্ক রয়েছে। সুশাসন থাকলে দুর্নীতি কমে যায়। তাই সুশাসন বাস্তবায়নে সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।’

কর্মশালায় এটিএন নিউজের প্রধান প্রতিবেদক আরাফাত সিদ্দিকী সাংবাদিকতার ধারা পাল্টে যাওয়া ও কর্মক্ষেত্রে সংবাদ পরিবেশনে বিভিন্ন বাধার কথা জানান। অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে দুর্নীতি কমিয়ে সুশাসনের রুদ্ধ পথ খুলে দেওয়া যায় বলে অভিমত ব্যক্ত করেন।

দৈনিক ইত্তেফাকে কর্মরত রাবেয়া হোসেন সমাজে দুর্নীতির মূল উৎপাটন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে কেবল টিভিসহ বিভিন্ন অনলাইন মাধ্যমের নিয়ন্ত্রণের ওপর জোর দেন। তিনি বলেন, এই মাধ্যমসমূহ অনেক সময় সমাজে বিভিন্ন দুর্নীতি করতে সহায়তা করে।

আলোচনায় জাগো নিউজের সহসম্পাদক আরাফাত সিদ্দিকী বলেন, ‘শাসন ও সুশাসন ব্যাপারটি রাষ্ট্রের বিভিন্ন কার্যকলাপের মধ্যে অন্যতম। একজন গণমাধ্যমকর্মীর ভূমিকায় রাষ্ট্রের অনেক কিছু পরিবর্তন, সংশোধন হতে পারে।’

অনুষ্ঠানে ঢাকায় বিভিন্ন দৈনিক পত্রিকা, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত ১৫ জন সাংবাদিক অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আইনি বাধা নেই

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে : মাওলানা আনোয়ারুল করিম

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনটিআরসিএর কড়া বার্তা

বিপিএলের প্লে–অফ নিশ্চিত তিন দলের, রংপুরের সামনে শেষ লড়াই

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার চান শিক্ষার্থীরা

সাবেক ডিআইজি মিলন দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত

১০

পার্লামেন্টে ইরানের সব কূটনীতিককে নিষিদ্ধ করল ইইউ

১১

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশে দিল জনতা

১২

ভারতকে নিরাপদ বলছে আইসিসি, মানছে না বাংলাদেশ

১৩

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে অপরাধীদের তথ্য দেওয়ার আহ্বান সাতক্ষীরার পুলিশ সুপারের

১৪

পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে : ডা. রফিক

১৫

বিএনপির প্রার্থীকে শোকজ

১৬

রাবি অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

১৭

এবার রাজপথে নামলেন ইরানের প্রেসিডেন্ট

১৮

নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের খবর নিয়ে যা জানা গেল

১৯

কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ

২০
X