মঙ্গলবার (৬ মে) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে বিধায় হজযাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
এতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/অংশীদার/পরিচালক/চেয়ারম্যানগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৬ মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে। ফলে রাস্তায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। সে প্রেক্ষিতে যানজটসংক্রান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য যেসকল হজ এজেন্সির হজযাত্রীগণ আগামীকাল (মঙ্গলবার) হজ ফ্লাইটে সৌদি আরব যাবেন তাদের সকাল ৬ টার মধ্যে হজক্যাম্পে উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ৬ মে সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপার্সন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে নিজ বাসভবনে (গুলশান) যাবেন। এজন্য গুলশান বনানী এলাকায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হয়ে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
মন্তব্য করুন