রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুদিনে ৩ হাজার ৫৭২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার ও শুক্রবার (২৪ ও ২৫ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপি জানায়, গত দুদিনের অভিযান পরিচালনাকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৩ হাজার ৫৭২টি মামলা করা হয়েছে। একই সঙ্গে ৫১০টি গাড়ি ডাম্পিং ও ২২৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
মন্তব্য করুন