অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়া টাইফয়েডের টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর জন্য দরকার হবে জন্ম নিবন্ধন নম্বরের।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএসসিসি নগর ভবনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে আয়োজিত সভায় এ বিষয়টি জানানো হয়।
জানা গেছে, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে আগামী ১২ অক্টোবর। চলবে দুই ধাপে। প্রথম ধাপ ১২ থেকে ৩১ অক্টোবর, দ্বিতীয় ধাপ ১ থেকে ১৩ নভেম্বর। ৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের এ কর্মসূচির আওতায় আনা হবে।
ডিএসসিসির সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়া টিকা দেওয়া হবে না। এর জন্য প্রয়োজন ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ। যাদের জন্ম নিবন্ধন নেই, তারা নতুন করে জন্ম নিবন্ধন করে নিতে পারবে। সেক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা করব।
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আমরা জন্ম নিবন্ধনকে উৎসাহিত করছি। তবে টিকা থেকে কোনো শিশু বঞ্চিত হবে না। ব্যবহৃত টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রমে প্রাথমিকভাবে ৭০ শতাংশ শিশু টিকার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। এজন্য শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের সহযোগিতা দরকার।
মন্তব্য করুন