রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোর ৫টার পর একটি সিএনজিচালিত অটোরিকশা ইউটার্ন নিতে গিয়ে একটি লরির সঙ্গে সংঘর্ষে হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে সিএনজির এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় পাশের কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে চালকসহ অপর যাত্রীও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় আশপাশের সড়কে যানজট তৈরি হয়। পরে সিএনজিটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ঝিনাইদহের মহেশপুরে পাওয়ার টিলার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অরণ্য (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত অরণ্য তালসার গ্রামের আজগর আলীর ছেলে ও পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন অরণ্য। পথিমধ্যে পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অরণ্য গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে অরণ্য মোটরসাইকেল নিয়ে কলেজ যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। প্রথমে মহেশপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে সে মারা যায়।
মন্তব্য করুন