সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে শাহবাগ থানা পুলিশ। এ সময় আন্দোলনের আহ্বায়ক শরিফুল হাসান শুভসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলনকারীরা স্বেচ্ছায় কারাবরণ করতে শাহবাগ থানায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী জেরিন কালবেলাকে বলেন, আমাদের লাগাতার কর্মসূচির আজ ছিল দশম দিন। আমরা প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যেতে চাচ্ছিলাম। এ সময় পুলিশ আমাদের হুমকি দেয়। পরে আমরা স্বেচ্ছায় কারাবরণ করতে শাহবাগ থানার দিকে যেতে চাইলে পুলিশ আমাদের ওপর লাটিচার্জ করে।
এ সময় আমাদের অনেকে আহত হয় এবং আমাদের আহ্বায়কসহ কয়েকজনকে পুলিশ আটক করে।
মন্তব্য করুন