রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রনি (২৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত বলাকা ভবনের পাশে এ ঘটনাটি ঘটে।
পরে দ্রুত তাকে উদ্ধার করে বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রনিকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শান্ত জানান, নির্মাণাধীন ১০তলা ভবনের দ্বিতীয় তলায় রাবিশ পরিস্কারের কাজ করছিলেন তারা। ভবনটির নেট দিয়ে ঘেরা ছিল। নেটের পাশ দিয়ে বৈদ্যুতিক সংযোগ ছিল। রাবিশ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে।
নিউ মার্কেট থানার ওসি শফিকুল গনি সাবু বলেন, একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে একজন শ্রমিক মারা গেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন