

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বিএনপি আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ‘তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আলোচক থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিকেল ৩টায় ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হকের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি পল্লবী ১২ নম্বরের বিআরটিসি বাস ডিপো (আবেশ হোটেল) থেকে শুরু করে ১০ নম্বর পপুলার ডায়াগনস্টিক সেন্টার হয়ে ডানে যেয়ে ৬ নম্বর বাজার হয়ে চলন্তিকার মোড় হয়ে আরামবাগ ও আবাসিক মোড় দিয়ে রূপনগর টিনশেড হয়ে ঘরোয়ার মোড়ে এসে শেষ হবে। বিকেল ৪টায় ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে আইনজীবীদের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল থেকে এ কর্মসূচি শুরু হয়ে সিটি কলেজ এর সামনে গিয়ে শেষ হবে। কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
এ দিন সন্ধ্যা ৬টায় ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট সেমিনার হলে এ্যাব’র আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
৮ দলের স্মারকলিপি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, সংশোধিত আরপিও অক্ষুণ্ন রাখা এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বেলা ১১টায় প্রধান উপদেষ্টা বরবার স্বারকলিপি দেবে আন্দোলনরত আটদল। আগে পল্টন মোড়ে জমায়েত অনুষ্ঠিত হবে। শীতকালীন বইমেলা ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেলের উদ্যোগে আগামী ৬-৯ নভেম্বর টিএসসির পায়রা চত্বরে আয়োজিত হতে যাচ্ছে শীতকালীন বইমেলা ২০২৫। সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। সংবাদ সম্মেলন ডা. জাকির নায়েকের দেশে আসা না আসা নিয়ে নিয়ে নানান প্রশ্ন ইতোমধ্যে জনমনে তৈরি হয়েছে। এ নিয়ে বিকেল ৩টায় হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সকাল ১০টায় নির্বাচন কমিশন কর্তৃক জকসুর তফসিল ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এনসিপি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠপর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং প্রশিক্ষণ ও মনিটরিংয়ের লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বিকেল ৫টায় বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে। এতে উপস্থিত থাকবেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ডা. তাসনিম জারা।
মন্তব্য করুন