হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

হাতিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর

হামলায় কার্যালয়ের ভেতরের চেয়ারসহ জিনিসপত্র ভাঙচুর করা হয়। ছবি : সংগৃহীত
হামলায় কার্যালয়ের ভেতরের চেয়ারসহ জিনিসপত্র ভাঙচুর করা হয়। ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও নেতাকর্মীদের কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের চারজন।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন— চরকিং ইউনিয়ন কৃষকদলের সদস্য মো. সাহারাজ (৩২), যুবদলের কর্মী মো. রুবেল (৩৫), মো. মনির (৩৮) ও কবির উদ্দিন মজনু (৪৮)।

চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বারী অভিযোগ করে বলেন, গত শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে চরকিং ইউনিয়নের ব্রিজ বাজারের দক্ষিণ মাথায় একটি চায়ের দোকানে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে কুপিয়ে আহত করে। এ ঘটনার চার দিন পর ১৭ ডিসেম্বর আমি আবু তাহেরসহ ১৩ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় একটি মামলা করি।

তিনি আরও বলেন, শনিবার সন্ধ্যায় ওই মামলার আসামিদের গ্রেপ্তার করতে হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব উদ্দিন ভৈরব বাজারে আসেন। অভিযানের সময় আমি মামলার এজাহারভুক্ত আসামি রিয়াজকে পুলিশকে দেখিয়ে দিই। এর জের ধরে সন্ধ্যা ৭টার দিকে আবু তাহেরের নেতৃত্বে রহিম মাঝি, দিদার, বিদ্যুৎ, আবুল কালাম বাশার ও জুয়েলসহ তার অনুসারীরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় কৃষকদল নেতা সাহারাজকে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং আরও তিনজনকে বেধড়ক পিটিয়ে জখম করা হয়। পাশাপাশি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার আওয়ামী লীগ নেতা আবু তাহেরের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

চরকিং ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বলেন, মামলার এজহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তারের বিষয় নিয়ে বাজারে হট্টগোল শুরু হয়। এ ঘটনার পর আওয়ামী লীগের কিছু লোকজন এসে অতর্কিত আমাদের বিএনপির অফিসে হামলা করে।

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। যে ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়েছে, সে বিষয়ে মামলাও রয়েছে। এটি রাজনৈতিক কোনো হামলা নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক জিয়ার গুরুদায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব : টুকু

হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

রিফান্ড করা হচ্ছে আতিফ আসলামের কনসার্টের টাকা

বাংলাদেশের ফুলকেও ভয় পায় ভারত : রাশেদ প্রধান

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

শহীদ হাদির সমাধিস্থলের ভাইরাল ছবিটি বানোয়াট : ডিএমপি

নিখোঁজের ৩ দিন পর মিলল তুষারের লাশ

রাবিতে আ.লীগপন্থি ডিনদের অফিসে তালা

জ্ঞান ফিরেই রোগীর চিৎকার, তার ভালো পায়ে অপারেশন হয়েছে

কে হবেন রাজশাহীর অধিনায়ক, যা জানালেন কোচ

১০

মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে : ধর্ম উপদেষ্টা 

১১

হাত-পা ঝিনঝিন বা তালু চুলকাচ্ছে? হতে পারে শরীরের সতর্কবার্তা

১২

জকসু নির্বাচনে শিবিরের ২১ দফা ইশতেহার

১৩

বাবাকে নয় ,মাকে উৎসর্গ করতে চাই জীবনের প্রথম পুরস্কার: আরিয়ান

১৪

যে খাবারগুলো শুক্রাণু কমাতে পারে বলে জানাচ্ছে গবেষণা

১৫

হাতিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর

১৬

বাংলাদেশের জুটি জুমার-ঊর্মির রৌপ্য পদক জয়

১৭

রাজধানীতে ভাইবোনের মরদেহ উদ্ধার

১৮

তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

১৯

দিপু হত্যায় মামলায় গ্রেপ্তার আরও ২

২০
X