

আসন্ন বিপিএলের জন্য অভিজ্ঞ-তারুণ্যের সমন্বয়ে দল গঠন করেছে রাজশাহী ওয়ারিয়র্স। এরই মধ্যে দলগত অনুশীলনও শুরু করে দিয়েছে তারা। বিপিএল শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি থাকলেও এখনো দলের অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। তবে দলটির কোচ হান্নান সরকার জানিয়েছেন, অধিনায়ক হওয়ার দৌড়ে কারা রয়েছেন এগিয়ে।
কে হবেন রাজশাহীর অধিনায়ক—এমন প্রশ্নের জবাবে কোচ বলেন, ‘আমাদের কাছে ভালো ক্যান্ডিডেট আছে। মুশফিক, শান্ত, এমনকি আকবরও। সবাই প্রমাণিত অধিনায়ক। বলা যায়, অধিনায়কত্বের বিবেচনায় আমাদের একটা মধুর সমস্যা আছে। খুব শিগগির সবাই জানতে পারবেন কে হচ্ছেন রাজশাহীর অধিনায়ক।’
উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন কে? জবাবে হান্নান সরকার বলেন, ‘টিম কম্বিনেশনে মুশফিক একটু এগিয়ে থাকবে। সে কিপিংটা খুব উপভোগ করে। কিপিং করলে সে খেলায় বেশি সম্পৃক্ত থাকে। মুশফিকের মতো একজন অভিজ্ঞ কিপার উইকেটের পেছনে থাকলে অধিনায়কের জন্য বোলিং ও দল পরিচালনা অনেক সহজ হয়ে যায়। অন্য কেউ অধিনায়ক হলে মুশফিকের গাইডেন্স পাবে।’
এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচের সময়ে পরিবর্তন এনেছে বিপিএল কর্তৃপক্ষ। ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে দুপুর ২টায় বিপিএলের পর্দা ওঠার কথা ছিল। তবে সেই সময়সূচিতে এসেছে পরিবর্তন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার জন্য বিপিএলের প্রথম ম্যাচ দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় শুরু হবে। প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে ৪টা ৫০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। একই দিনের পরের ম্যাচের সময়ও পেছানো হয়েছে। ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। এই ম্যাচের প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতি শেষে রাত ৯টা ৩৫ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত। আসরের বাকি ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন