ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে গুলশান ১ এর ৮ তলা ভবনে লাগা আগুন। এ সময় ঘটনাস্থল থেকে ২ জন মহিলা পাঁচজন পুরুষকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১টা ৩৮ মিনিটে সংবাদ পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি এবং বারিধারা ফায়ার স্টেশন ২টি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত দেড়টায় গুলশান ১ নম্বর এলাকায় ৩ নম্বর রোডের ৫০ নম্বরের ৮ তলা ভবনের ৪ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ১:৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি এবং বারিধারা ফায়ার স্টেশন ২টি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট যুক্ত হয়। রাত ৩: ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন