রাজধানীর গুলশান ১ নম্বর এলাকায় একটি ৮ তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১ টা ৩৮ মিনিটে সংবাদ পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি এবং বারিধারা ফায়ার স্টেশন ২টি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত দেড়টায় গুলশান ১ নম্বর এলাকায় ৩ নম্বর রোডের ৫০ নম্বরের ৮ তলা ভবনের ৪ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ১:৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি এবং বারিধারা ফায়ার স্টেশন ২টি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট যুক্ত হয়।
সর্বশেষ রাত পৌনে তিনটায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিস।
মন্তব্য করুন