শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। বিবেকানন্দ স্টাডি ও ফিলানথ্রফিক সেন্টার ইউ এস এ এর পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির ১৭৫ জন কোমলমতি ছাত্র-ছাত্রীর মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজনীয় অধ্যক্ষ ও সম্পাদক, শ্রীমৎ স্বামী পূর্নাত্মানন্দ জি মহারাজ।
কোমলমতি শিক্ষার্থীরা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নতুন ব্যাগ পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়ে। অধ্যক্ষ মহারাজ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিবেকানন্দ আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানান।
অধ্যক্ষ মহারাজ কালবেলা প্রতিবেদককে জানান, প্রতিবছরের মতো এবারও রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মধ্যে শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন