বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আপনি ততক্ষণ নেতা, যতক্ষণ জনগণ আপনার পাশে আছে। জনগণ যদি আপনার পাশে না থাকে তবে আপনি কীসের নেতা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টায় মহিপুর, আলিপুর ও কুয়াকাটার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের ভক্ত-অনুরাগীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমাদের দেশে একটি দল হিন্দু সম্প্রদায়কে তাদের সম্পত্তি মনে করে। কিন্তু হিন্দুরা কোনো দলের সম্পত্তি নয়। আমরা সামগ্রিকভাবে সবাই বাংলাদেশি। এটিই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এখানে সংখ্যালঘু বলে আলাদা কোনো পরিচয় আমি মানতে চাই না।
তিনি আরও বলেন, রাষ্ট্র আমাকে যে অধিকার দিয়েছে, আপনাকেও সেই অধিকার দিয়েছে। বিএনপি হলো সেই রাজনৈতিক দল, যারা জনগণের নিরাপত্তা দিতে সব সময় অঙ্গীকারবদ্ধ।
মোশাররফ হোসেন স্মরণ করিয়ে দেন, গত আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কার্যত কোনো সরকার ছিল না। সে সময় বিএনপির নেতাকর্মীরা সারা দেশে হিন্দুসহ ভিন্ন মতাদর্শের মানুষদের রক্ষায় পাহারা দিয়েছে। গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায় গিয়ে দিন-রাত শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেছে। জনগণের এই আস্থা বিএনপির সবচেয়ে বড় শক্তি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আসন্ন নির্বাচনকে ঘিরে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, তাতে বিএনপির সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরও আমি বলতে চাই— ক্ষমতায় যাই বা না যাই, বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে। জান-মাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে।
এ সময় মহিপুর থানা বিএনপির সভাপতি মো. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সজিব হাওলাদারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পূজামণ্ডপগুলোতে মোশাররফ হোসেন ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য শুভেচ্ছা জানান।
মন্তব্য করুন