সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় সকাল থেকে অবস্থান নিয়েছে পুলিশ ও র্যাব সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, মাতুয়াইল, ওয়ারী, শ্যামপুর, গেন্ডারিয়া এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে র্যাব ও পুলিশ। যাত্রাবাড়ী মোড়ে এবং আশপাশের এলাকায় জনসাধারণের চলাচল রয়েছে স্বাভাবিক। এছাড়াও রাজধানীর এই গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে দূরপাল্লার যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
র্যাব ১০ এর পলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, সকাল থেকেই যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকাগুলোর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেওয়া হয়েছে। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছি আমরা।
মন্তব্য করুন