আজ সোমবার (৬ নভেম্বর) ৫ম দিনে পরিবেশিত হল যাত্রাপালা ‘একজন রহিমুদ্দি’। পরিবেশনা করেছে যাত্রাদল স্বরুপ কথা। যাত্রাপালার পালাকার লক্ষ্মণ চন্দ্রধর এবং পরিচালনায় ছিলেন জাফরুল স্বপন।
এরপর যাত্রাদল নিউ শামীম নাট্য সংস্থা পরিবেশন করে যাত্রাপালা ‘শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ’। পালাকার টাইগার রুবেল এবং পরিচালনায় ছিলেন শামীম খন্দকার।
সবশেষে পরিবেশিত হয় যাত্রাদল একতা অপেরা’র যাত্রাপালা ‘জাগো মানুষ জাগাও দেশ’, পরিচালনায় ছিলেন মোহাম্মদ আজিজ ফকির।
মন্তব্য করুন